দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমবেত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, সেলিম হোসেন আরজু, এফ এম কামাল হোসেন, অ্যাডভোকেট লুৎফর রহমান, তৌহিদুজ্জামান তপন, আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
গাজীপুরের কাপাসিয়া সদর বাজার-তরগাঁও খেয়াঘাটে পারাপারে ইজারাদারের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় এবং খেয়াঘাটের মাঝিদের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।মানববন্ধন কর্মসূচিতে খেয়াঘাটের মাঝি, দৈনিক পারাপার হওয়া শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা অবিলম্বে ইজারাদারের সকল অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম মেনে যাত্রীসেবা ও মাঝিদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান বক্তারা।জানা যায়, কাপাসিয়া বাজার-তরগাঁও খেয়াঘাটটি চলতি বছরের পহেলা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এক বছর মেয়াদে প্রায় ১ লাখ টাকায় ইজারা নেন শাহনারা পারভীন নামে তরগাঁও এলাকার এক নারী।গাজীপুর জেলা পরিষদ থেকে ইজারার বিজ্ঞপ্তিতে প্রথমবার একজন পেশাদার পাটনীকে দেওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে।ওই বিজ্ঞপ্তির ৫ নং শর্তে উল্লেখ রয়েছে-ইজারা গ্রহীতা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ‘টোল রেইট’ সর্ব সাধারণের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট খেয়াঘাটের প্রকাশ্য স্থানে লটকিয়ে রাখার ব্যবস্থা করবেন এবং ইজারা গ্রহিতা নির্ধারিত হারে টোল আদায় করতে বাধ্য থাকবেন। নির্ধারিত হারের অতিরিক্ত টোল আদায় করলে ইজারা বাতিল করা হবে এবং ইজারা গ্রহিতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গাজীপুর জেলা পরিষদ থেকে সর্বশেষ জারিকৃত ১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে অফিস আদেশে খেয়াঘাটের টোল হার অনুযায়ী প্রতিজন যাত্রীর কাছ থেকে ৪ টাকা টোল আদায় করা যাবে এবং শিক্ষার্থীরা বিনা মাশুলে যাতায়াত করতে পারবে। কিন্তু ওই খেয়াঘাটের নতুন ইজারাদার সকল ধরনের যাত্রীর কাছ থেকে জনপ্রতি ১০ টাকা হারে টোল আদায় করে তাদেরকে নিজস্ব ইঞ্জিন চালিত ট্রলারে একবার পার করে দিচ্ছেন। এখানে শিক্ষার্থীদেরকেও প্রতিবার ১০ টাকা হারে টোল দিতে হচ্ছে।ওই খেয়াঘাট দিয়ে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া টেকনিকেল স্কুলের শিক্ষার্থীসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘাট দিয়ে স্কুল খোলার দিনগুলোতে দুইবার আসা যাওয়া করে।উপজেলা সদরের কলেজ রোডের শিক্ষার্থী মোঃ ফাহিম জানান, তিনি কাপাসিয়া টেকনিকেল স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। তাকে এখন প্রতিদিন খেয়া পারাপার হতে গিয়ে বিশ টাকা দিতে হয়। তাদের পক্ষে এ টাকা দেওয়া খুবই কষ্টকর।ওই খেয়াঘাটের মাঝি লুলু মিয়া (৭৫) জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি এ ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এই ইজারাদারের কারণে এখন আর এ পেশায় টিকে থাকতে পারবেন না বলে আক্ষেপ করছিলেন। ইজারাদারের লোকজন এ ঘাটে কর্মরত ৩৫-৪০ জন মাঝির কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দাবি করছেন।এ টাকা না দেওয়ায় ইজারাদার যাত্রীদের কাছ থেকে ঘাটে ১০ টাকা হারে টোল আদায় করে দুটি ট্রলারে পারাপার করে দেন। সেজন্য এখন তারা তেমন কোনো যাত্রীই পাচ্ছেন না। তিনি গত শুক্রবার সারাদিনে মাত্র ৩৫ টাকা উপার্জন করেছেন বলে দাবি করেন। তার মতো অবস্থা সকল মাঝিদের।তরগাঁও এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমান ইজারাদারের লোকজনের কাছে সকল শ্রেণির যাত্রী এবং কর্মরত মাঝিরা জিম্মি হয়ে পড়েছেন। বিষয়টি সুরাহার উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন।এ বিষয়ে শাহানারা পারভীনের ছেলে মোঃ শরীফ জানান, তারা জেলা পরিষদের লোকজনের অনুমতি নিয়েই ঘাটে পাঁচ টাকা এবং ট্রলারের জন্য পাঁচ টাকা করে প্রতিজন যাত্রীর কাছ থেকে আদায় করছেন। আর শিক্ষার্থীদের কাছ থেকে শুধু ট্রলারের জন্য পাঁচ টাকা আদায় করছেন। আর গত ১২ দিন যাবৎ মাঝিদের কাছ থেকে এক টাকাও নেননি তিনি। তবে বিগত বছরগুলোর ন্যায় মাঝিদেরকে তার সাথে সমন্বয় করে দৈনিক কিছু টাকা দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম জানান, খেয়াঘাটের ইজারার বিষয়টি জেলা পরিষদ কার্যালয়ের। এলাকাবাসীর অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
১৩ জুলাই ২০২৫ ১১:৪৪ এএম
কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ঢাকার মিটফোর্ডে পাথর ছুঁড়ে সোহাগ নামে এক ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে ।ছাত্র জনতার বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে। অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মাওলানা মাসুদ উর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ, ছাত্রশিবির নেতা রাকিব, ছাত্র নেতা সানজিদ প্রমুখ।বিক্ষোভকারীরা ঢাকার মিটফোর্ডসহ সারাদেশে হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও বিভিন্ন অপকর্মের জন্য নাম উল্লেখ না করে প্রভাবশালী রাজনৈতিক দল ও গোষ্ঠীকে দোষারোপ করেন। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। অন্যথায় সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আরেকটি জুলাই বিপ্লব ঘটানো হবে বলে হুঁশিয়ারির উচ্চারণ করেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ১১:০৪ এএম
কাপাসিয়ায় নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ সেতুর নিচে বাবা মায়ের সাথে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজের তিনদিন পর নদী থেকে লাশ উদ্ধার হয়েছে। রোববার (৬ জুলাই) উপজেলা রানিগঞ্জ এলাকার নির্মানাধীন ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। গত ৪ জুলাই শুক্রবার উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলম শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজন হন। কাপাসিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানসিক ভারসাম্যহীন খোরশেদ আলম (৪০) প্রায় ২০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ। তার ২ মেয়ে ১ ছেলে রয়েছে। এলাকাবাসী ও স্থানীয় জাহাঙ্গীর হোসেন জানান, খোরশেদ আলম ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে বাবা-মার সাথে নদীতে গোসল করতে নামে নিখোঁজ হয়েছে। আমরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার কাজ চালায়।কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ অফিসার জাকির হোসেন বলেন, নিখোঁজ-যুবকের লাশ রানীগঞ্জ এলাকায় নদীতে ভেসে উঠে এলাকাবাসী উদ্ধার করেন।ভোরের আকাশ/আজাসা
গাজীপুরের কাপাসিয়ায় অতিষ্ঠ গ্রামবাসী পিটিয়ে মারল এক মাদকসেবীকে।মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের মাদকসেবী ও সন্ত্রাসী মো. নাঈমের (২৪) অত্যাচারে অতিষ্ঠ হয়ে লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। নাঈম ওই গ্রামের মাদক বিক্রেতা মো. রাজু মিয়া ওরফে নাজুর ছেলে।নিহত নাঈমের প্রতিবেশি চাচী ফেরদৌসি বেগম জানান, প্রায় দুই মাস আগে গভীর রাতে তার ছেলে সোহেল রানা (৩৫) স্থানীয় আড়াল বাজার থেকে বাড়ি ফিরার পথে মো. নাঈম ও তার ভাই মো. কাইয়ুম কিছু টাকা দাবি করলে তা না দেওয়ায় তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় তার মেয়ে রুমানা সানী একটি মামলা করলে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। দীর্ঘদিন চিকিৎসার পর গত রোববার সোহেল বাড়ি ফিরলে মঙ্গলবার দুপুরে নাঈম একটি চাপাতি নিয়ে সোহেলের বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় সে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজন ও স্বজনদের ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয় শতাধিক লোক নাঈমকে ঘেরাও করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়।ঘটনাস্থলের পাশ্ববর্তী মুদি দোকানী মো. রবিউল জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা প্রায় রাতেই এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনতাই করত। তাছাড়া যে কোন বিষয়ে ঝামেলা হলেই তারা দা, ছুরি ও চাপাতি দিয়ে লোকজনকে কুপিয়ে আহত করত।একই গ্রামের সৌদি প্রবাসী মো. আল আমীন জানান, প্রায় এক বছর আগে তিনি ছুটিতে দেশে আসলে নাঈম তার এনড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। বহু দেন দরবার করেও তা উদ্ধার করতে তিনি ব্যর্থ হন।ওই গ্রামের আসাদ শেখ জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম বহু মানুষকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায় করতো। তাদের নামে কাপাসিয়া ও আশপাশের বিভিন্ন থানায় বহু মামলা চলমান রয়েছে। তাই এলাকার লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গণপিটুনি দিয়ে নাঈমকে হত্যা করেছে।নাঈমের বাড়িতে পরিবারের লোকজন না থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের মারামারির ঘটনার জেরে এলাকার লোকজন জড়ো হয়ে নাঈমকে পিটিয়ে হত্যা করেছে বলে তিনি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। নাঈমের নামে কাপাসিয়া থানায় একটি মামলা রয়েছে বলেও জানান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের আবেদন পেলে এ বিষয়ে মামলা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের কাপাসিয়ায় "উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর সম্যক ধারণা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান।উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. রেহান উদ্দিনের পরিচালনায় কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের গঠিত দলনেতা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, ফিল্ড সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।এসময় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আবুল হোসেন, হালিম খাতুন প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
৩০ জুন ২০২৫ ০৬:৪৯ পিএম
বিগত আন্দোলনে নারী নেত্রীরা ঢাল হিসাবে কাজ করেছেন : আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নারীরা ঢাল হিসাবে কাজ করেছেন। ঘর-সংসার সামলিয়ে রাজপথের আন্দোলনে প্রথম সারিতে অবদান রেখেছেন নারীরা। তাই আজ নারী নেতৃত্বের অবদানকে স্বীকার করে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। মূলদলের কমিটিতে আনুপাতিক হারে জায়গা করে দিতে হবে। তিনি বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্কে স্মরণ করে বলেন, কাপাসিয়ার সার্বিক উন্নয়নে তিনি ব্যাপক পরিকল্পনা করেছিলেন। কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী তাবাসসুম টুম্পা, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু প্রমুখ। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিএনপি নেতা মফিজ উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত ৮ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
১৯ জুন ২০২৫ ০৭:২৫ পিএম
কাপাসিয়া বিএনপি নেতা নাজমুল ভূঁইয়ার মায়ের জানাজা সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রবীণ নেতা মো. নাজমুল হোসাইন ভূঁইয়ার মমতাময়ী বয়োবৃদ্ধা মাতা আমিনা খাতুনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।রোববার (৮ জুন) বাদ জোহর জানাজা নামাজ সম্পন্ন হয়।শনিবার রাত ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাউৎকোনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তিনি কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ প্রয়াত নেতা আব্দুল আজিজ ভূঁইয়ার (দলিল লেখক) সহধর্মিণী।মরহুমার নামাজের জানাজা রাউৎকোনা ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও বিএনপি দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।জানাজায় শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম শাহীন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অত্যন্ত সহজ-সরল, পর্দানশীল, পরহেজগার ও দ্বীনদার আমিনা খাতুনের জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন।এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমার জৈষ্ঠ্য পুত্র মো. নাজমুল হোসাইন ভূঁইয়া।ভোরের আকাশ/জাআ
০৮ জুন ২০২৫ ০৬:২৬ পিএম
কাপাসিয়ায় শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে: পরিদর্শনে তাঁত বোর্ডের চেয়ারম্যান
গাজীপুরের কাপাসিয়ায় মাসব্যাপী বর্ণাঢ্য শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ঢাকা সড়কের 'নেমো ফিলিং স্টেশন' সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলা পরিদর্শন করেছেন তাঁত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী।মিরপুর বেনারসী পল্লীর বৃহৎতম স্বেচ্ছাসেবী সংগঠন 'গণচেতনা'র আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গত ২১ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। আয়োজক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত জমে উঠা মেলা পরিদর্শনে তাঁত বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।সংগঠনের সভাপতি উদ্যোক্তা মোঃ জয়নাল আবেদীন জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী কাপাসিয়ায় দ্বিতীয় বারের মতো মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীর সাথে মেলা পরিদর্শনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, তাঁত বোর্ডের মুসলিন প্রকল্পের ডাইরেক্টর মোহাম্মদ আইয়ুব আলী, তাঁত বোর্ডের ম্যানেজার অপারেশন মঞ্জুরুল ইসলাম, তাঁত বোর্ডের ম্যানেজার মার্কেটিং ইবাদত হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, টোক শরীফ মোমতাজউদ্দীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন, আয়োজক কমিটির সদস্য আব্দুস ছাত্তার, মমতাজ পাটোয়ারী প্রমুখ।এর আগে সকালে মেলা পরিদর্শন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাংবাদিক আকরাম হোসেন রিপন প্রমুখ। এছাড়া জাঁকজমকপূর্ণ মেলা পরিদর্শনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজক সংগঠন 'গণচেতনা'র সাধারণ সম্পাদক আল ইসলাম জানান, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য মেলায় নাগরদোলা, হানি সিং, বিমান, ট্রেন সহ বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তারা উৎসাহিত হবে।দীর্ঘদিন পর কাপাসিয়ার ঢাকা সড়কে দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে এ মেলা শুরু হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায়। তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে।আয়োজকরা জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলায় সাধারণ দর্শক ক্রেতারা ১০ টাকা প্রবেশ ফি দিয়ে দিনব্যাপী কেনাকাটা করতে পারবেন। স্টলগুলোতে শাড়ি, বুটিকসের টু-পিস, থ্রি পিস, জুতা ও কসমেটিক্স, চটপটি সহ নানা প্রকার মজাদার খাবার পাওয়া যাবে।এছাড়া কাপাসিয়ার নারী উদ্যোক্তা গ্রুপের স্টলে বিভিন্ন ধরনের কাপড়, কসমেটিক্স, খাবার সহ নানাবিধ পণ্য পাওয়া যাবে। আয়োজকরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।ভোরের আকাশ/এসএইচ