পটুয়াখালীর দুমকি উপজেলার পদ্মা ব্যাংক শাখায় জমাকৃত টাকা উত্তোলন করতে না পেরে কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তিতে ভুগছেন। গ্রাহকরা প্রতিদিন টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরছেন। জরুরি প্রয়োজনে অর্থ তুলতে না পারায় অনেকে বিপাকে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত লেনদেন স্বাভাবিক না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা।জানা যায়, উপজেলা সদরের সরকারি জনতা কলেজের পাশে অবস্থিত পদ্মা ব্যাংক দুমকি শাখায় প্রায় চার হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকটি দেশের অন্যান্য দুর্বল ব্যাংকের মতো কার্যত বন্ধ হয়ে যায়। নতুন করে টাকা জমা গ্রহণ বন্ধ হওয়ায় এবং জমাকৃত অর্থ ফেরত দিতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সার্জেন্ট (অব.) এসএম ফজলুল হক অভিযোগ করে জানান, তার নিজের ও পরিবারের ৪ জন গ্রাহকের ২৩ লাখ টাকার ডিপোজিট রয়েছে। টাকার জন্য চেক দিলে ২ হাজার টাকার বেশি দিতে পারছে না। তাও আবার এক সপ্তাহ ঘুরতে হয়। রাইসমিল ব্যবসায়ী গোলাম মোস্তফা হাওলাদার জমি বিক্রি করে ৯ লাখ টাকা জমা রেখেছেন। টাকা তুলতে গেলে আজ-কাল করে ঘুরিয়ে মাসে ২ হাজার টাকা প্রদান করছেন।আংগারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার গ্রাহক মো. জসিম উদ্দিন জানান, জরুরী প্রয়োজনে টাকা তুলতে পারবো ভেবে ৫ লাখ টাকা জমা রেখেছিলাম। বর্তমানে অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু ব্যাংক বলছে টাকা দিতে পারবে না।লেবুখালির গ্রাহক মো. রিপন বলেন, দেড় হাজার টাকা খরচ করে ১০ মাসে ঘুরে মাত্র ২ হাজার টাকা তুলতে পেরেছি। শ্রীরামপুরের মফিজ গাজী জানান, প্রতিবন্ধী দুই সন্তানের জন্য জমা রাখা টাকা উঠানো দরকার, কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না। একই অভিযোগ পিরতলা বাজারের ব্যবসায়ী আবুল বাশার, মো. হোচেন আলী, মোশারফ হোসেনসহ অন্যান্য গ্রাহকের। ব্যাংক কর্মকর্তারা বলছেন-টাকা নেই, যখন আসবে তখন দেব।এ বিষয়ে মতামত জানতে পদ্মা ব্যাংকের দুমকি শাখার ব্যবস্থাপক শাহিনুর আক্তারসহ ব্যাংকের পাবলিক রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।ভোরের আকাশ/জাআ
২০ নভেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম
যে আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুরুল হক নুর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে আমি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।তিনি আরও বলেন, দেশের পাশাপাশি বিশ্বব্যাপী আমার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে।তিনি বলেন, দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে—যা দেশের জন্য অশনিসংকেত।গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।নুর বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন—এই জনপদের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
১৯ নভেম্বর ২০২৫ ১০:২৫ এএম
যে আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুরুল হক নুর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে আমি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।তিনি আরও বলেন, দেশের পাশাপাশি বিশ্বব্যাপী আমার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে।তিনি বলেন, দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে—যা দেশের জন্য অশনিসংকেত।গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।নুর বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন—এই জনপদের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
১৯ নভেম্বর ২০২৫ ১০:২৫ এএম
পটুয়াখালী ভার্সিটির, সংস্কার ও আধুনিকীকরণকৃত মেইন গেটের উদ্বোধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংস্কার ও আধুনিকীকরণকৃত মেইন গেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে ও নামফলকের মোড়ক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।শরীরচর্চা পরিচালক ড. মোঃ আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ।ছবি: ভোরের আকাশঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএএম অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি আবুবকর সিদ্দিক, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।উদ্বোধন শেষে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার শুধু স্থাপত্য নয়; এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি, পরিচয় ও শৃঙ্খলার প্রতীক।পবিপ্রবির উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করতে আমরা ক্যাম্পাস অবকাঠামো পর্যায়ক্রমে আধুনিকায়ন করছি। মেইন গেট সংস্কার তারই একটি ধারাবাহিক প্রয়াস। একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”ছবি: ভোরের আকাশতিনি আরও বলেন,“ক্যাম্পাসের প্রবেশ থেকে আধুনিকভাবে সাজানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় হবে।” তিনি পবিপ্রবির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।সংস্কার কাজে আধুনিক ডিজাইন, স্থাপত্য সৌন্দর্য, নিরাপত্তা জোরদারকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিচিহ্ন আরও সমৃদ্ধ করার বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জানান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যসহ উপস্থিত অতিথিরা নতুনভাবে সংস্কার করতে যাওয়া মেইন গেট এলাকা পরিদর্শন করেন।ভোরের আকাশ/তা.কা
১৮ নভেম্বর ২০২৫ ১০:৪৬ এএম
কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (১৬ নভেম্বর) রাতে টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন হাবিব গাজী (৪০), তার স্ত্রী ঝর্ণা (৩৫), মেয়ে হাবিবা জান্নাত (১৮), আশা ইতি (৭) ও সুমাইয়া (৯)। ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এমদাদুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।ভুক্তভোগী হাবিব গাজী জানান, তার স্ত্রী মানসিক ভাবে অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার কথা বলে এমদাদুল ইসলাম সন্ধ্যায় বাড়িতে আসেন। পরে তিনি সবাইকে পানির গ্লাস এগিয়ে দিলে তা পান করার পর পরিবারের সবাই অজ্ঞান হয়ে যায়।এ বিষয়ে কলাপাড়া থানার (এসআই) মো. মোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মলমপার্টির সদস্য। ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। মামলা হলে তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে।ভোরের আকাশ/এসএইচ
১৭ নভেম্বর ২০২৫ ০৮:৩৭ পিএম
‘নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে’
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।তিনি বলেন, এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করার উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপরে তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে বরিশাল গিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।ভোরের আকাশ/এসএইচ
১৫ নভেম্বর ২০২৫ ০৪:৩৮ পিএম
দুমকিতে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তঃমুরাদিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।খেলায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসরাত হোসেন শাহিনের সভাপতিত্বে ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আবু ঈসা শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা, আলপত লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তৌকির আহমেদ শাবাব।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. মো. মহিব্বুল্লাহ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, পটুয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুবকর সিকদার, দুমকি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন শাহাদাত, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফ হোসেন।খেলা পরিচালনা করেন হাসিব, মোমিন, নাইম, আবু সাইদ, মোমান, শাওন, নাইম মৃধা, তানভির।খেলায় আল্লাহর দান টাইলস এন্ড স্যানিটারীকে ৩-১ গোলে পরাজিত করে চরগরবদী বয়েজ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ
১৫ নভেম্বর ২০২৫ ০৪:০০ পিএম
ঝুঁপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু!
পটুয়াখালীর মহিপুরে নদীর পাশে ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। নিহত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে, আর স্ত্রী আকলিমা বেগমের বাড়ি একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। তিনি সিরাজউদ্দিন খানের তৃতীয় স্ত্রী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে সেখানেই বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের ছোপও পাওয়া গেছে। স্ত্রী আকলিমার শরীরেও রক্তের দাগ ছিল।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে পুলিশ ধারণা করছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ভোরের আকাশ/জাআ
১১ নভেম্বর ২০২৫ ১০:৩৪ পিএম
দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ১৯ জনের নামে মামলা, আটক ২
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কলেজ শাখার (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করা হয়েছে।রোববার সকালে দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে “জয় বাংলা” ও “হটাও ইউনূস, বাঁচাও দেশ” স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ইমাম হোসেন(সাগর) ও রুবেল হোসেন নামে দুজনকে আটক করে।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”ভোরের আকাশ/জাআ
১০ নভেম্বর ২০২৫ ০৬:৪৮ পিএম
কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সাথে উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় পৌরসভারঅডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নাসির উদ্দীন হাওলাদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রথান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে সবথেকে উচ্চ মর্যাদাবান হবেন শিক্ষক সমাজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড, মো.হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড,মো খন্দকার নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কালিম উল্লাহ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাইফুর রহমান, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অধির ঢালিসহ বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ।জাতীয় সংগীত, কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলইমরান হারুন।ভোরের আকাশ/এসএইচ
০৭ নভেম্বর ২০২৫ ১০:৩৫ পিএম
পটুয়াখালী ভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আজ (৭ নভেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির কনফারেন্স কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভাটির আয়োজন করে পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কাঁঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো. বজলুর রহমান এবং জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক।অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এ দিনটি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় সংহতি রক্ষার এক অনন্য অধ্যায়। জাতির সংকটময় মুহূর্তে সৈনিক ও জনতার ঐক্য দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। আজকের তরুণ প্রজন্মকে সেই দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে হবে।”তিনি আরও বলেন,“গত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব-ঐক্যবদ্ধভাবে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে কাজ করা। এসময় তিনি লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ারে অবস্থিত দিকনির্দেশক স্মারক যুদ্ধবিমানটি দ্রুত সময়ের মধ্যে পুনঃস্থাপনের বিষয়ে বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“বিপ্লব ও সংহতির চেতনা কেবল রাজনৈতিক নয়, এটি জাতির আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের প্রতীক। আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করি, তবেই সত্যিকার অর্থে জাতীয় সংহতি প্রতিষ্ঠা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে আজকের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতির ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ