টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ
মানিকগঞ্জে টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়েছে জেলার অধিকাংশ উপজেলার সাধারণ ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। তেমন চিত্র চোখে পড়েছে মানিকগঞ্জে জেলা সরজমিনে গিয়ে দেখা যায় প্রচন্ড বৃষ্টির কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।রিকশাচাল থেকে শুরু করে দরিদ্র দিনমজুর মানুষের এ দুর্দশা তিনদিন ধরেই চলছে বললেই চলে। দরিদ্র ব্রিক্সাচালক আরশেদ মিয়া জিজ্ঞাসা করা পর তিনি বলেন, আমি আজ তিনদিন যাবত কর্মহীন হয়ে পড়েছি। সকালে রিকশা নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু সারাদিন এক টাকাও রোজগার করতে পারিনি। পরিবারে ৬ জন সদস্য রয়েছে খাবার দাবার সেরকম কোনো ব্যবস্থা নেই। এই অবস্থা চলতে থাকলে হয়তো আমাদেরকে খুব কষ্টে দিন পার করতে হবে।দিনমজুর হাচান বলেন, টানা বৃষ্টির কারণে আজ আমাকে তিনদিন ধরে কেউ কোন কাজ না থাকা ফলে এক টাকাও নেই এ অবস্থা কদিন থাকবে জানিনা তবে আর কয়েকটা দিন থাকলে আমাদের পরিবার সকল সদস্যদের অবস্থা খুবই খারাপ যাবে।একদিকে মার ঔষধ কিনতে হয় প্রতি মাসে থেকে বেশ টাকা লাগে অন্যদিকে পরিবারের জন্য চাল ডাল কিনতে হয় । এই বৈরী আবহাওয়ার কারণে আমি তিনদিন যাবত কোন কাজেই বের হতে পারছি না।উল্লেখ্য, আবহাওয়া খারাপ থাকায় বাংলাদেশে প্রায় বিভিন্ন জেলায় ৩ দিন ধরে টানা বর্ষণ হচ্ছে । এর প্রভাব মানিকগঞ্জ জেলার প্রায় প্রতিটি উপজেলায় পড়েছে। মানিকগঞ্জের সাধারণ ও খেটে খাওয়া মানুষের একটাই চাওয়া এই সংকটময় পরিস্থিতিতে জেলার বিত্তবানরা যেন তাদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে অনুরোধ করেন।ভোরের আকাশ/এসএইচ
৩১ মে ২০২৫ ০২:৫১ এএম
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। তীব্র রোদ আর গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।রাজধানীর ভাটারা, উত্তরাসহ কয়েক স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে শীতল বাতাস।এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।ভোরের আকাশ/এসএইচ