সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আসছে, ব্যয় ১ হাজার ৮৫ কোটি টাকা
দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এ প্রক্রিয়ায় সরকারি ব্যয় হবে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ ৮৩০ টাকা। একই সঙ্গে ‘তেল ও গ্যাস মূল্য শৃঙ্খলে কার্বন অবক্ষেপণের জন্য প্রযুক্তিগত সহায়তা’ প্রকল্পের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তিনটি প্রস্তাব অনুমোদিত হয়।বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় প্রথম কার্গো এলএনজি (৪৬তম, নভেম্বর ২২-২৩, ২০২৫) আমদানি করা হবে। পেট্রোবাংলা ২৩টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৮৫ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ব্যয় ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৪৩২ টাকা।দ্বিতীয় কার্গো এলএনজি (৪৮তম, ডিসেম্বর ২৬-২৭, ২০২৫) আমদানি করতে একই নিয়মে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়া অনুসরণ করা হবে। ২৩টি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দাখিল করে। পিইসির সুপারিশ অনুযায়ী সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৯৭ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হবে, যার ব্যয় ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।এছাড়া, ‘টেকনিকাল অ্যাসিসট্যান্স ফর কার্বন অ্যাবেইটমেন্ট অফ দ্যা ওয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য আন্তর্জাতিক সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়। ৭টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে, যার মধ্যে ৫টি কারিগরি যোগ্য বলে বিবেচিত হয়। পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত প্রতিষ্ঠান নরওয়ের কার্বন লিমিটস এএসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।ভোরের আকাশ//হ.র
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭ পিএম
সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
টানা দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের যুবাদের। তবে শেষ ম্যাচে অন্তত জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ল তারা। আজ ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর তৃতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম দুই ম্যাচে কোনো জয় না পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দৃঢ় সংকল্প নিয়ে নেমেছিল বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা মেলেনি। তবে বিরতির পর আক্রমণে গতি বাড়ায় দল।অবশেষে ৭০তম মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন ফাহামিদুল। প্রায় ২৫ গজ দূর থেকে তার নেওয়া জোরালো শট জালের পথ খুঁজে নেয়। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই উদ্দীপ্ত হয়ে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা। মাত্র দুই মিনিট পরই আল-আমিন ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশের দ্বিতীয় গোলের পর সিঙ্গাপুর চাপ সামলাতে না পেরে রক্ষণে হোঁচট খেতে থাকে। সেই সুযোগ কাজে লাগান মহসিন আহমেদ। ৮০তম মিনিটে প্রতিপক্ষের কর্নার থেকে বল ক্লিয়ার করে দ্রুত পাল্টা আক্রমণে উঠে সতীর্থের কাছ থেকে ক্রস পেয়ে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন তিনি। দুই মিনিটের ব্যবধানে গোল পান শেখ মোরসালিনও। ডি-বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সরাসরি জালে জড়ায়, স্কোরলাইন দাঁড়ায় ৪-০ তে। ম্যাচের যোগ করা সময়ে সিঙ্গাপুর নাদিম রাহিমের গোলে একবার জাল খুঁজে পেলেও তা কেবল সান্ত্বনা গোলই হয়ে থাকে। ফলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।এর আগে ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। এরপর ইয়েমেনের বিপক্ষেও শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে মূলপর্বে খেলার আশা শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম শীর্ষে এবং ইয়েমেন আছে দ্বিতীয় স্থানে। এই দুই দলই গত সোমবার রাতে নিজেদের মধ্যে লড়াইয়ে নামে। অন্যদিকে একটি জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ শেষ করেছে তৃতীয় হয়ে, আর সিঙ্গাপুর থেকে গেছে শূন্য হাতে।উল্লেখ্য, এবারের বাছাই পর্বে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূলপর্বে। পাশাপাশি রানার্স আপদের মধ্যে সেরা চারটিও খেলবে সেই আসরে। ২০২৪ সালের বাছাইয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে তিন ম্যাচেই হেরে গ্রুপ টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়েছিল তারা। এবারও মূলপর্বের টিকিট না পেলেও অন্তত একটি জয় দিয়ে গ্রুপ শেষ করেছে লাল-সবুজের তরুণরা।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ পিএম
বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। রোববার (৮ জুন) সকালের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।সোমবার (৯ জুন) সকালে ইমিগ্রেশন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।২০১১ সাল থেকে বিমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) একটানা সভাপতি ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার চাচা হিসেবে শেখ কবিরের পরিচিতির কারণে দুই বছর মেয়াদি বিআইএর কমিটির কোনো স্বাভাবিক নির্বাচন হতো না।শেখ কবিরের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন বলেন, রোববার সকালে একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে গেছেন। তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুন ২০২৫ ১১:৫৬ এএম
সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা চৌধুরী
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী।সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে তিনি সরাসরি জাতীয় দলের টিম হোটেলে উঠেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন হামজার বাবা-মা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সোজা টিম হোটেলের পথে রওনা হন তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের আগ্রহ থাকলেও, হামজা তেমন কোনো বক্তব্য দেননি। বিকেলেই তার অনুশীলনে নামার কথা রয়েছে।জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন সেশনটি রাখছেন ক্লোজড ডোর সাংবাদিক বা দর্শক কারো প্রবেশাধিকার নেই। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম হোটেল থেকে সরাসরি যোগ দেবেন হামজা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে যত দ্রুত সম্ভব ম্যাচের প্রস্তুতিতে মন দিতে চান এই ইংলিশ ঘরানার মিডফিল্ডার।গত মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে ভারতের মাটিতে অভিষেক হলেও দেশের মাঠে এখনো খেলা হয়নি ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর।ভোরের আকাশ/এসএইচ
০২ জুন ২০২৫ ১২:০৫ পিএম
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ
পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর। তবে এবার মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর একই দিনে ঈদুল আজহা উদযাপন করলেও ভিন্ন ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।এরই মধ্যে বিশ্বের কিছু দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে-ব্রুনাইব্রুনাইয়ের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, ২৮ মে (বুধবার) হবে জিলকদ মাসের শেষ দিন। কারণ ২৭ মে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।মালয়েশিয়ামালয়েশিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ২৮ মে হবে জিলকদর শেষ দিন, ২৯ মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী, ঈদুল আজহা পড়বে ৭ জুন।ইন্দোনেশিয়াইন্দোনেশিয়া জানিয়েছে, তারা ২৮ মে (বুধবার) থেকে জিলহজ গণনা শুরু করবে এবং ঈদুল আজহা উদযাপন করবে ৬ জুন (শুক্রবার)।ভোরের আকাশ/এসএইচ
২৮ মে ২০২৫ ০৬:২৬ এএম
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উভয় পক্ষ ২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, শুল্ক সহযোগিতা, দ্বৈত কর পরিহার, অপরাধ সংক্রান্ত পারস্পরিক আইনি সহায়তা এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য একযোগে কাজ করার ওপর সম্মতি প্রকাশ করেন।পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরের অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন ও মুক্ত বাজার অর্থনীতির প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটির সরকারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সেরামিক, সাইকেল, গৃহস্থালি টেক্সটাইল এবং জুতা রপ্তানির সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।বৈঠকে জসিম উদ্দিন জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে সিঙ্গাপুরের আরও বিনিয়োগ আহ্বান জানান। বিশেষ করে স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অগ্রগতি শুনে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী দেশটির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি, বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।ভোরের আকাশ/এসএইচ