প্রতিদিন নিজের শরীরকে ধন্যবাদ জানান তামান্না
নিজেকে ভালোবাসার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন নিজের শরীরকে ধন্যবাদ জানান তিনি—এমনকি দিনে শেষে গোসলের সময়ও শরীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তামান্না বলেন, “আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। ব্যস্ত দিনের শেষে যখন গোসল করি, তখন শরীরের প্রতিটি অংশে হাত বুলিয়ে তাকে ধন্যবাদ জানাই। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কত কিছু সহ্য করে।”
তামান্নার এই মন্তব্য নিছক ব্যক্তিগত অনুভব নয়—বরং নিজের শরীর, মন ও সৌন্দর্য নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান। আত্মবিশ্বাস আর আত্মসম্মান নিয়ে যাঁরা লড়ছেন, তাদের জন্য এই বার্তা হতে পারে এক অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, “একটা সময় আমি ভাবতাম ছিপছিপে চেহারা মানেই সুন্দর। কিন্তু পরে বুঝেছি, ওটা আসলে আমাকে ভালো লাগাতো না। আমার সৌন্দর্যের অনুভব কখনও ওজনের ওপর নির্ভর করত না।”
তামান্না জানান, ছোটবেলায় তার মধ্যেও সৌন্দর্য নিয়ে সমাজে প্রচলিত ধারণা কাজ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, সৌন্দর্য কিংবা আত্মমূল্যবোধ শরীরের আকার-আকৃতিতে সীমাবদ্ধ নয়।
সম্প্রতি তামান্নাকে দেখা গেছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ চলচ্চিত্রে, যেখানে তার সহশিল্পী ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
বিতর্ক আর মাইনুল আহসান নোবেল যেনো একে অপরের পরিপূরক। কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।তিনি বলেন, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সব কিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে স্ত্রী সালসাবিলসহ হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নোবেল ও গাড়ি চালককে আটক করে।উল্লেখ্য, গত ২০ মে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে। এরপর সেই নারীর সঙ্গে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল।ভোরের আকাশ/এসএইচ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি বর্তমানে কোনো সিনেমার কাজে ব্যস্ত না থাকলেও, বিভিন্ন ব্র্যান্ডের ইভেন্টে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ বজায় রেখেছেন। সম্প্রতি মালয়েশিয়া সফর থেকে ফেরার পর নতুন একটি পোস্টে আবারও নজর কাড়লেন তিনি।মালয়েশিয়ায় অবস্থানকালে নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন পরীমণি। ফেরার পর একটি রেস্টুরেন্ট উদ্বোধনে হাজির হয়ে নজর কাড়েন তিনি। আর এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে নিজেকে বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন।ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে আকাশি-সাদা শাড়িতে মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারের সামনে বসে। এক ছবিতে মুখে হাত দিয়ে পোজ দিয়েছেন, অন্যটিতে হাসিমুখে লাভ সাইন করে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে তার চোখে মুখে। পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন।’পরীমণির এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। হাজারের বেশি মানুষ তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘অসাধারণ লাগছে’, আবার কেউ লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’মাতৃত্বের পর ধীরে ধীরে নিজের ফিটনেস ধরে আনায় পরীমণি এখন নতুনভাবে কাজে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আপাতত নতুন কোনো প্রজেক্ট বা ছবির ঘোষণা না করলেও ভক্তদের প্রত্যাশা তাকে শিগগিরই বড় পর্দায় দেখার।ভোরের আকাশ//হ.র
জনপ্রিয় রিয়ালিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’ (কেকেকে) ১৭তম সিজনে আবারও সঞ্চালকের আসনে ফিরছেন বলিউডের মহারথী অমিতাভ বচ্চন। ২০০০ সালে প্রথম শুরু হওয়া এই কুইজ শো আজও দর্শকের মধ্যে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। আর এর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় বচ্চনের স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব এবং তার অনবদ্য সঞ্চালনা ক্ষমতাকে।শুধু তাই নয়, সম্প্রতি নতুন সিজনের প্রোমো প্রকাশ পেয়েছে, যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। নিয়মিত দর্শকরা অপেক্ষায় আছেন ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নতুন সিজন দেখার জন্য।সর্বাধিক আলোচনা হয় শো-র সঙ্গে বচ্চনের পারিশ্রমিক নিয়ে। বলিউডের গুঞ্জন হচ্ছে, প্রতি পর্বে তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সপ্তাহে পাঁচদিন অনুষ্ঠান সম্প্রচার হলে, তার সপ্তাহিক আয় দাঁড়াতে পারে ২৫ কোটি রুপির মতো। এই পরিমাণ পারিশ্রমিক ভারতের টেলিভিশন ইতিহাসে একেবারে সর্বোচ্চ হতে চলেছে।তবে এখনও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, তাই এই তথ্য গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে সত্যি হলে অমিতাভ বচ্চন টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকের মর্যাদা পেয়ে যাবেন।উল্লেখ্য, ‘কন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে বচ্চনের দীর্ঘ সম্পর্ক দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এবং এই জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রয়েছে।সূত্র: দ্যা ওয়ালভোরের আকাশ//হ.র
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার সাহিত্যজীবন শুরু হয় স্বাধীনতার পরপরই। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই তিনি সাহিত্যাঙ্গনে সাড়া ফেলে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।তার লেখা জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে— ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেয়াল’, ‘মাতাল হাওয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘এইসব দিনরাত্রি’, ‘গৌরীপুর জংশন’, ‘লীলাবতী’, ‘কবি’ প্রভৃতি।সাহিত্যজগত ছাড়াও নাটক ও চলচ্চিত্রে তার সৃষ্টিশীলতার ছাপ স্পষ্ট। আশির দশকে লেখা ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’ উল্লেখযোগ্য।উপন্যাস ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো— হিমু, মিসির আলী, শুভ্র— তরুণ প্রজন্মের মনে স্থান করে নিয়েছে স্থায়ীভাবে। তাঁর রচিত অনেক গানও পেয়েছে দর্শক-শ্রোতাদের ভালোবাসা। তার সাহিত্যকীর্তির জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮), লেখক শিবির পুরস্কার (১৯৭৩) ও হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০)।মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তার জন্মস্থানসহ দেশের বিভিন্ন স্থানে ভক্ত-অনুরাগীরা স্মরণসভা, পাঠচক্র, প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।ভোরের আকাশ/এসএইচ