সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
ছোট পর্দায় সময়ের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সামনেই কোরবানির ঈদ। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও চট্টগ্রামে সিএমভি’র ব্যানারে ঈদের নাটক ‘মন মঞ্জিলে’র শুটিং করছিলেন। দু:সংবাদ হলো শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু ১১ মে শুটিং চলাকালীন আহত হন তিনি।
আহত হওয়ার পর দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন। আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকলেও এখনও শুটিং করার মতো অবস্থায় নেই বলে জানান এই অভিনেত্রী।
এ কারণে তার অংশ প্যাকআপ করে সোমবার (১২ মে) সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
তটিনী গণমাধ্যমকে বলেন, এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দুয়েক দিন একটু কষ্ট হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ।
বলা প্রয়োজন, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় রোববার অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তটিনী । সিএমভি’র প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারকের খাস কামরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়।মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যাবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে।পরে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।ভোরের আকাশ/এসএইচ
মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন।রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে বাদী আমিরুল ইসলামের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন বাদীকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলেন। এ আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন তিনি ও তার ভাই। কিন্তু পরে কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়নি এবং টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৬ মার্চ বাদী টাকা চাইতে গেলে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাদী ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার একটি আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতির বিনিময়ে আসামিরা বাদীর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নিয়েছিলেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার পাশাপাশি টাকা ফেরত চাওয়ার সময় বাদীকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, তবে তারা উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৮ ডিসেম্বর।মামলা ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/তা.কা
এবার ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তাও আবার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের কাছে নতুন তথ্য প্রকাশ করেন শাকিব। জানান, হানিয়া আমির তার ফিউচার হিরোইন।সম্প্রতি নেট দুনিয়ায় রাফসান এবং শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ -এর লুকে ধরা পড়া একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এই ভিডিওতে দুই সেলিব্রেটিকে নানা বিষয়ে কথা বলতে দেখা যায়। ৯ মিনিটের ওই ভিডিওতে শাকিব ও রাফসানের আলাপচারিতার একপর্যায়ে হানিয়া আমিরের প্রসঙ্গ ওঠে। শাকিব রাফসানকে বলেন, 'তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।'শাকিবের মুখে এমন কথা শুনে রাফসান চমকে যান এবং লাজুক হেসে শাকিব খানকে জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।এই মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তারা আশা করছেন, নায়কের নতুন সিনেমাতেই দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের।বর্তমানে শাকিব খান 'সোলজার' ও 'প্রিন্স' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।ভোরের আকাশ/তা.কা