সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
ছোট পর্দায় সময়ের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সামনেই কোরবানির ঈদ। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও চট্টগ্রামে সিএমভি’র ব্যানারে ঈদের নাটক ‘মন মঞ্জিলে’র শুটিং করছিলেন। দু:সংবাদ হলো শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু ১১ মে শুটিং চলাকালীন আহত হন তিনি।
আহত হওয়ার পর দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন। আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকলেও এখনও শুটিং করার মতো অবস্থায় নেই বলে জানান এই অভিনেত্রী।
এ কারণে তার অংশ প্যাকআপ করে সোমবার (১২ মে) সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
তটিনী গণমাধ্যমকে বলেন, এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দুয়েক দিন একটু কষ্ট হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ।
বলা প্রয়োজন, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় রোববার অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তটিনী । সিএমভি’র প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও প্রকাশ্যে একসঙ্গে তাদের না দেখা যাওয়ার কারণে এই জল্পনা আরও জোরালো হয়। কেউ কেউ তো বলেছিলেন, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি তৈরি হয়েছে সম্পর্কের টানাপড়েন।তবে এবার এসব গুঞ্জনে সোজাসাপ্টা জবাব দিলেন অভিষেক বচ্চন নিজেই। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই এবং এসব গুজবের প্রতি তিনি গুরুত্বও দেন না।অভিষেক বলেন, ‘কে কী বলল, তা নিয়ে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার আছে, যারা এসব শুনে কষ্ট পায়। নেতিবাচক খবর বেশি বিক্রি হয়, তাই ব্যাখ্যা দিলেও তা বিকৃত করা হয়। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’তিনি আরও বলেন, ‘যারা এসব মন্তব্য করে, তাদের ভাবা উচিত, তাদের কথায় অন্যরা কষ্ট পায়। কম্পিউটারের সামনে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। আমি এসব কথায় পাত্তা দিই না, কারণ এগুলো আমার জীবনে প্রভাব ফেলে না।’উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের মাঝপথে নানা গুজব ছড়ালেও এখন পর্যন্ত সম্পর্ক অটুট রয়েছে বলে জানালেন খোদ অভিষেক বচ্চন।ভোরের আকাশ//হ.র
বিয়ের এক বছর পার হতে না হতেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের আগমন প্রত্যাশা করছেন। এমনকি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির কথাও চাউর হয়েছে বলিপাড়ায়।তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান, তিনি অন্তঃসত্ত্বা নন।অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখন এমন একটি জায়গায় এসেছি, যেখানে এ ধরনের নাক গলানো মন্তব্যকে গুরুত্ব দিই না। কাজ না থাকলে খুব শান্তিতে থাকি, আর কাজ থাকলে চাপ থাকে—তবুও আমি তা সামলাতে জানি।’তিনি আরও বলেন, ‘আপনি যাই করুন না কেন, কারও না কারও কিছু বলার থাকবে। আমি যদি সাদা পোশাক পরি, তবুও কেউ না কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ক্ষুদ্র মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই শ্রেয়।’উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্নধর্মী এ বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে ওঠে নানা আলোচনা-সমালোচনা। তবে সব বিতর্ক পেছনে ফেলে সুখেই দাম্পত্য জীবন উপভোগ করছেন এ তারকা জুটি।ভোরের আকাশ//হ.র
হঠাৎ করেই কনে সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ঝলমলে বেনারসি শাড়ি, মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি আর বোল্ড মেকআপে দীঘিকে দেখে নেটিজেনদের কৌতূহল—তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি। এটি শুধুমাত্র একটি ফ্যাশন ফটোশুট। এর আগেও একাধিকবার ব্রাইডাল লুকে দেখা গেছে এই নায়িকাকে। তবে এবারের রূপে রাজকীয় ছোঁয়া থাকায় তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।দীঘির ফটোশুটের ছবিগুলো ঘিরে ভক্তদের মন্তব্যে ভরছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে।’ আবার কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়ে করছেন নাকি?’অভিনয়ের পাশাপাশি রূপ ও স্টাইলেও বরাবরই সচেতন দীঘি। সর্বশেষ তিনি কাজ করেছেন এম রহিম পরিচালিত ঈদুল ফিতরের চলচ্চিত্র ‘জংলি’ তে, যেখানে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আপাতত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।ভোরের আকাশ//হ.র
ভুয়া খবরের কবলে পড়ে বিব্রত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে গুজব ছড়িয়ে পড়ে।বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন মাহি। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, "আমি আছি, মরি নাই রে ভাই!" এভাবেই কটাক্ষ করে তিনি গুজবকারীদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।মাহির পোস্টে অনেকেই স্বস্তি প্রকাশ করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জেনে চিন্তামুক্ত হলাম।” আরেকজন মন্তব্য করেছেন, “এসব গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”উল্লেখ্য, তারকাদের নিয়ে মৃত্যুর গুজব নতুন কিছু নয়। দেড় মাস আগেই অভিনেত্রী পরীমণিকেও একই ধরনের গুজবে জড়ানো হয়েছিল। পরে তিনি ফেসবুক লাইভে এসে সেই গুজবের প্রতিবাদ করেন।বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেল ৫ আগস্টের পর থেকেই তিনি অনেকটা লোকচক্ষুর আড়ালে রয়েছেন।ভোরের আকাশ//হ.র