হামজা-শামিতের ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১০:০০ পিএম
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রাঙিয়ে তোলার পরিকল্পনা
৫৫ মাস পর ফুটবল ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে দেশের প্রধান এই ক্রীড়াভেন্যুতে বাংলাদেশ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচ খেলবেন ইংলিশ ফুটবল লিগের খেলোয়াড় হামজা চৌধুরী। খেলতে পারেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। জুনেই তিনি ঢাকায় আসবেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিংগাপুর ম্যাচটা নিয়ে বেশ আলোড়ন উঠছে।
তবে বাফুফের সব ব্যস্ততা ১০ জুনের ম্যাচ ঘিরে। বেশ কয়েকটি কারণে এই ম্যাচটি নিয়ে বাড়তি উম্মাদনা তৈরি হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এই মাঠে পা পড়বে ফুটবলারদের। এ ম্যাচ নিয়ে বাড়তি আকর্ষণ রয়েছে। এ ম্যাচের টিকিট চাহিদা অনুভব করছে বাফুফে। দেশের বিভিন্ন আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার, তাদের পরিবার বাংলাদেশ-সিংগাপুর ম্যাচ উপভোগ করতে চায়।
বাফুফে তাদের চাওয়াটা পূরণ করতে চায়। বাফুফে মনে করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি খেলা দেখতে চায়, তাহলে বাফুফের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। আর সেই সম্পর্ক ধরে ফুটবল উন্নয়নের পথ বের করতে চায়। অনেকে মনে করেন, এসব ক্ষেত্রে বাফুফে কতটা লাভবান হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বাফুফের চেয়ে ব্যক্তিগত লাভটাই এখানে বেশি হবে, এটা অমূলক নয়। বাফুফের পরিকল্পনা বাংলাদেশ-সিংগাপুর ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করা।
৩১ মে শুরু হওয়ার কথা জাতীয় দলের ক্যাম্প। হামজাকে প্রথম দিন থেকেই পাওয়া যেতে পারে ক্যাম্পে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় মাত্র একদিন অনুশীলন করতে পেরেছিলেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের খেলা শেষ করে এবার নির্ধারিত সময়েই ফিরবেন হামজা। শামিত সোম ঢাকায় আসবেন ৩ অথবা ৪ জুন। ১ জুন কানাডা প্রিমিয়ার লিগে তার ক্লাব ক্যাভালরি এফসির খেলা আছে। ওই ম্যাচের পরই তিনি ঢাকার বিমান ধরার জন্য লাগেজ গোছাবেন।
শামিত সোমের বিষয়টি দেখভাল করছেন বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করিম। মঙ্গলবার তিনি বলেছেন, ‘শামিতের এয়ার টিকিট এখনো কনফার্ম করা হয়নি। বাংলাদেশ সময় ১ জুন তার লিগের ম্যাচ আছে। শমিত ৩ বা ৪ জুন ঢাকায় পৌঁছাবেন।’
ভোরের আকাশ/এসআই