ভারতের মুখোমুখি বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজ রোববার (১৮ মে) সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও ফাইনালে এসেছে অপরাজিত থেকে। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দুর্দান্ত পারফরম্যান্সে পৌঁছেছে শিরোপার একদম কাছাকাছি। তবে ফয়সালরা জানে, শেষ বাঁধাটা সবচেয়ে কঠিন, বিশেষ করে প্রতিপক্ষ যদি হয় স্বাগতিক ভারত।
অন্যদিকে, স্বাগতিক ভারতও এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ, গ্যালারির সমর্থন এবং সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর জুনিয়র ব্লু টাইগাররা। তবে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অতিরিক্ত উত্তেজনা, বাড়তি প্রতিদ্বন্দ্বিতা। দু’দলই শিরোপার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের লক্ষ্য যেখানে শিরোপা ধরে রাখা, ভারতের লক্ষ্য সেখানে ট্রফি ঘরে রাখা।
রোমাঞ্চকর ফাইনালেই নির্ধারিত হবে কে হবে এবার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন। ২০২৩ সালে বয়সভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিলো তারা।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। লিটন জানালেন, প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল আরও আত্মবিশ্বাসী হয়ে নামবে দ্বিতীয় ম্যাচে, ‘আমরা আত্মবিশ্বাস নিয়েই নামব। যেভাবে বোলাররা বোলিং করেছে, সেটি প্রশংসনীয়। মাঝের ওভারগুলোতে খেলা হাড্ডাহাড্ডি ছিল, তবে বোলাররা যেভাবে পরিস্থিতি সামলেছে, সেটা ছিল দুর্দান্ত।’শারজাহতে অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে জয় দিয়ে শুরু হলেও, তৃপ্ত নন তিনি। ম্যাচ শেষে লিটন জানালেন, দলের আরও উন্নতি দরকার, বিশেষ করে ম্যাচের শেষাংশে ব্যাটিং নিয়ে রয়েছে তার আফসোস।টস হেরে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬৯ রান। ইনিংসের তখনো বাকি ছিল ৩ ওভার। উইকেটে ছিলেন পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি—দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট। তখন ২০০ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে শেষ তিন ওভারে তেমন কিছু করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, ১৬৯ রান থেকে বাংলাদেশের ইনিংস থামে ১৯১ রানে। ইমন ৫৪ বলে ১০০ রান করে তুলে নেন দেশের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শেষ ৩ ওভার নিয়ে আফসোস করে লিটন বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ইমন যেভাবে খেলেছে, দুর্দান্ত ছিল। তবে আমাদের ইনিংসটা আরও ভালোভাবে শেষ করা দরকার ছিল। শেষ তিন ওভারে প্রত্যাশিত রান তুলতে পারিনি।’রান তাড়ায় আক্রমণাত্মক শুরু করে আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার জুটিতে কিছু সময়ের জন্য বাংলাদেশের চিন্তার ভাঁজ পড়ে। তবে তৃতীয় উইকেট ভাঙতেই ছন্দ হারায় আমিরাত। যদিও আসিফ খান চেষ্টা চালান, কিন্তু মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের আঁটসাঁট বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। সাকিব পান ২ উইকেট ২২ রানে। হাসান মাহমুদ দখল করেন ৩ উইকেট, খরচ করেন ৩৩ রান।বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট লিটন বলেন, ‘অবশ্যই বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমি জানি, আমার বোলাররা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে। মাঝের ওভারে আমাদের নিয়ন্ত্রণে ফেরানোটা ছিল দারুণ।’তবে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে ভোলেননি লিটন, ‘আমিরাতের ব্যাটসম্যানরা মাঝের ওভারে বেশ ভালো ব্যাট করেছে। আমাদের নিজেদের বোলিং নিয়েও ভাবতে হবে। এই উইকেটে কী ধরনের বোলিং বেশি কার্যকর, সেটা বুঝতে হবে।’ভোরের আকাশ/আজাসা
ওয়েস্টার্ণ এশিয়ান যুব দাবায় রৌপ্য পদক অর্জন, ২০২৪ সালে জুন মাসে অনুষ্ঠিত স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ কর্তৃপক্ষ অত্র প্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যমের ৭ম শ্রেণির ছাত্রী ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু ও জাতীয় যুব দাবার অন্যান্য চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভপতি জনাব সৈয়দ শুজাউদ্দিন আহমেদ। জাতীয় যুব দাবার চ্যাম্পিয়ন খেলোয়াড়রা হলো আজান মাহমুদ (অনুর্ধ্ব ৮), রায়ান রশিদ মুগ্ধ (অনুর্ধ্ব ১০), সাফায়াত কিবরিয়া আজান (অনুর্ধ্ব ১২) , সিদরাতুল মুনতাহা (অনুর্ধ্ব ১২, বালিকা), ওয়ার্শিয়া খুশবু (অনুর্ধ্ব ১৪)।উল্লেখ্য, তারুণ্যের উৎসব স্কুল দাবা প্রতিযোগিতা ২০২৫ এর ওপেন ও বালিকা উভয় বিভাগের দলগত চ্যাম্পিয়নও হয়েছে সাউথ পয়েন্ট স্কুলের তরুণ দাবারু দল ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে রানার্স আপ সাউথ পয়েন্ট স্কুল বালিকা দল। স্কুল দাবার চ্যাম্পিয়ন খেলোয়াড়রা হলো ওপেন বিভাগের ওয়ার্শিয়া খুশবু, রাইয়ান রশিদ মুগ্ধ, সাফায়াত কিবরিয়া আযান, মুহতাদী তাজওয়ার নাশীদ ও রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার এবং বালিকা বিভাগের খেলোয়াড়রা হলো ওমেন ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, সিদরাতুল মুনতাহা, রায়েহা আফশীন ও জোয়েনা মেহবিশ। এসময় বাংলাদেশ কারাতে এসোসিয়েশন আয়োজিত কারাতে প্রতিযোগিতার পদক প্রাপ্ত কারাতে খেলোয়াড়, কোচবৃন্দকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বর্ষসেরা খেলোয়াড়দেরকেও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দাবায় বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয় ওয়ার্শিয়া খুশবু, হ্যান্ডবলে সিদরাতুল মুনতাহা ও ক্রিকেটে ইমাম হোসেন সেতাব। সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের স্পোর্টস ক্লাব আয়োজিত ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ শামিম আরা রহমান মুন ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা মোঃ সাখাওয়াত উল্লাহ এবং বিভিন্ন ইভেন্টের কোচবৃন্দ। সভাপতির আসন অলংকৃত করেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম, পি এস সি ( অবঃ)। অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক উপহার দেন এবং শেষে দাবা, কারাতে, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ইত্যাদি খেলার সাড়া বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরষ্কার তুলে দেন। প্রধান অতিথি শুজাউদ্দিন আহমেদ খেলাধূলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফলতার জন্য সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ভূয়সী প্রশংসা করেন।ভোরের আকাশ/এসএইচ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজ রোববার (১৮ মে) সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও ফাইনালে এসেছে অপরাজিত থেকে। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দুর্দান্ত পারফরম্যান্সে পৌঁছেছে শিরোপার একদম কাছাকাছি। তবে ফয়সালরা জানে, শেষ বাঁধাটা সবচেয়ে কঠিন, বিশেষ করে প্রতিপক্ষ যদি হয় স্বাগতিক ভারত।অন্যদিকে, স্বাগতিক ভারতও এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ, গ্যালারির সমর্থন এবং সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর জুনিয়র ব্লু টাইগাররা। তবে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অতিরিক্ত উত্তেজনা, বাড়তি প্রতিদ্বন্দ্বিতা। দু’দলই শিরোপার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের লক্ষ্য যেখানে শিরোপা ধরে রাখা, ভারতের লক্ষ্য সেখানে ট্রফি ঘরে রাখা।রোমাঞ্চকর ফাইনালেই নির্ধারিত হবে কে হবে এবার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন। ২০২৩ সালে বয়সভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিলো তারা।ভোরের আকাশ/আজাসা
প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর এবার পিএসএল দিয়ে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আগামীকালের ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল আর সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।শনিবার (১৭ মে) দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানায় তার প্রত্যাশার কথা।ভিডিও বার্তায় সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের পরিবর্তে। তবে শুধু মিচেলই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর স্কোয়াডে। রাজনৈতিক কারণে টুর্নামেন্টে বিরতির পর দলে ফেরেননি ডেভিড ভিসা এবং স্যাম বিলিংস। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও অনুপস্থিত। সব মিলিয়ে দলে এসেছে বড় পরিবর্তন। এই অনুপস্থিতির সুযোগেই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব।সাকিব এর আগে পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অধ্যায় আর তা শুরু হচ্ছে টিকে থাকার ম্যাচ দিয়ে। সাকিবের অভিজ্ঞতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়। ভোরের আকাশ/এসআই