ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৬ পিএম
বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস এর চেয়ারম্যান জাহের উদ্দীন সরকারকে ক্রেস্ট উপহার দেন বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ
বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস'র চেয়ারম্যান ও ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দীন সরকার বলেন, নতুন প্রজন্ম যেন গীটারের অনুপ্রেরণা পায়। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। যেন তারা অনুপ্রেরণা পেয়ে এর প্রসার ঘটাতে পারে। তিনি বলেন, বেতার ও টেলিভিশনগুলোতে গীটার ভিত্তিক অনুষ্ঠান প্রচার করা উচিত।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় যাদুঘর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহের উদ্দীন সরকার বলেন, জাতিসত্তা বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ এ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্পী পরিষদ দীর্ঘদিন ধরে গীটারের ব্যবহার প্রচার ও প্রসারের জন্য কাজ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ হলো বাংলাদেশের হাওয়াইয়ান গীটার শিল্পীদের একটি সংগঠন, যা এই বাদ্যযন্ত্রের প্রচার ও প্রসারের জন্য কাজ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আামি মনে করি, বেতারের পাশাপাশি সকল টেলিভিশনে হাওয়াইয়ান গীটারভিত্তিক অনুষ্ঠান প্রচার করা উচিত। আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা রয়েছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক সরগম পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আজিজ, অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
ভোরের আকাশ/এসএইচ