ফাইল ছবি
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচায়ও ফিরিয়ে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায় প্রশিক্ষিত দলটি। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্য হলেন—উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট দিতে বলা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস স্কুলের আর্ট প্রশিক্ষক আফিফ আলভির একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরার জসিম উদ্দীন এভিনিউয়ের ‘প্যালেট গ্যালারি’-তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এ নবীন শিল্পীর সৃজনশীল ভুবন দেখতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।প্রদর্শনীতে স্থান পাওয়া বৈচিত্র্যময় শিল্পকর্মগুলোতে ওঠে এসেছে মানবিক সংবেদন, প্রকৃতির সূক্ষ্ম সৌন্দর্য ও সমকালীন জীবনের বহুরূপী অভিব্যক্তি। সাহসী রঙের ব্যবহার, দৃঢ় ব্রাশস্ট্রোক ও আবেগঘন উপস্থাপনা দর্শকদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে।অনুষ্ঠানে আবদুল মোতালেব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ সম্ভাবনার অন্যতম ভিত্তি। সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে তারাই দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত সহযোগিতাই পারে তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে।তিনি আরও বলেন, আনসার বাহিনীর বহুল প্রত্যাশিত ‘সঞ্জীবন প্রকল্প’—গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের প্রতিভা বিকাশের একটি সুগঠিত প্ল্যাটফর্ম—আলভির মতো উদীয়মান শিল্পীদের দক্ষতা বিকাশে ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সঞ্জীবন কার্যক্রম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সমাজে সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করছে।শিল্পপ্রেমী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদর্শনীটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফীন, প্রয়াস স্কুলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী, বেক্সার সভাপতি মো. গোলাম রব্বানী।এই প্রদর্শনী কেবল আফিফ আলভির শিল্পযাত্রার স্বীকৃতি নয়; বরং বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ শিল্পীদের সৃজনশীল সম্ভাবনা বিকাশে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।ভোরের আকাশ/এসএইচ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচায়ও ফিরিয়ে নিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায় প্রশিক্ষিত দলটি। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির অপর সদস্য হলেন—উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট দিতে বলা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস'র চেয়ারম্যান ও ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দীন সরকার বলেন, নতুন প্রজন্ম যেন গীটারের অনুপ্রেরণা পায়। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। যেন তারা অনুপ্রেরণা পেয়ে এর প্রসার ঘটাতে পারে। তিনি বলেন, বেতার ও টেলিভিশনগুলোতে গীটার ভিত্তিক অনুষ্ঠান প্রচার করা উচিত।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় যাদুঘর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাহের উদ্দীন সরকার বলেন, জাতিসত্তা বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ এ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্পী পরিষদ দীর্ঘদিন ধরে গীটারের ব্যবহার প্রচার ও প্রসারের জন্য কাজ করছেন।তিনি বলেন, বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ হলো বাংলাদেশের হাওয়াইয়ান গীটার শিল্পীদের একটি সংগঠন, যা এই বাদ্যযন্ত্রের প্রচার ও প্রসারের জন্য কাজ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে।তিনি আরও বলেন, আামি মনে করি, বেতারের পাশাপাশি সকল টেলিভিশনে হাওয়াইয়ান গীটারভিত্তিক অনুষ্ঠান প্রচার করা উচিত। আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা রয়েছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক সরগম পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আজিজ, অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।ভোরের আকাশ/মো.আ.