ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস স্কুলের আর্ট প্রশিক্ষক আফিফ আলভির একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরার জসিম উদ্দীন এভিনিউয়ের ‘প্যালেট গ্যালারি’-তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এ নবীন শিল্পীর সৃজনশীল ভুবন দেখতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রদর্শনীতে স্থান পাওয়া বৈচিত্র্যময় শিল্পকর্মগুলোতে ওঠে এসেছে মানবিক সংবেদন, প্রকৃতির সূক্ষ্ম সৌন্দর্য ও সমকালীন জীবনের বহুরূপী অভিব্যক্তি। সাহসী রঙের ব্যবহার, দৃঢ় ব্রাশস্ট্রোক ও আবেগঘন উপস্থাপনা দর্শকদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে আবদুল মোতালেব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ সম্ভাবনার অন্যতম ভিত্তি। সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে তারাই দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত সহযোগিতাই পারে তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে।

তিনি আরও বলেন, আনসার বাহিনীর বহুল প্রত্যাশিত ‘সঞ্জীবন প্রকল্প’—গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের প্রতিভা বিকাশের একটি সুগঠিত প্ল্যাটফর্ম—আলভির মতো উদীয়মান শিল্পীদের দক্ষতা বিকাশে ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সঞ্জীবন কার্যক্রম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সমাজে সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করছে।
শিল্পপ্রেমী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদর্শনীটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফীন, প্রয়াস স্কুলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী, বেক্সার সভাপতি মো. গোলাম রব্বানী।
এই প্রদর্শনী কেবল আফিফ আলভির শিল্পযাত্রার স্বীকৃতি নয়; বরং বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ শিল্পীদের সৃজনশীল সম্ভাবনা বিকাশে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
ভোরের আকাশ/এসএইচ