ছবি : সংগৃহীত
গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। সেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি...’।
এরপরই রহস্য ঘনীভূত হয়। হঠাৎ মেহেদি হাতে ছবি কেন গায়িকার সে নিয়ে শোরগোল চলছে। তবে কি কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি? নতুন করে বাঁধছেন ঘর? কে সেই পাত্র? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন।
তবে এই রহস্য নিয়ে জানতে যোগাযোগ করা হয় কণ্ঠশিল্পীর সঙ্গে। রহস্য খোলাসা করতে চাননি গায়িকা। যেন আরও ঘনীভূত করলেন। দিলশাদ নাহার কনা বলেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ছয় বছর সংসারও করেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন কনা।
এরপর থেকেই শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ছয় বছরের সংসার।
একটি সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান। শিগগির তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন। তারই সঙ্গে গোপনে সেরেছেন বিয়ে। আর সেই বিয়েরই মেহেদি হাতের ছবিটি তিনি আজ পোস্ট করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।
এদিকে সদ্যই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং। সেই গানে কণ্ঠ দিয়েছেন কনা। এ ছাড়াও নতুন বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। সেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি।ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি...’।এরপরই রহস্য ঘনীভূত হয়। হঠাৎ মেহেদি হাতে ছবি কেন গায়িকার সে নিয়ে শোরগোল চলছে। তবে কি কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি? নতুন করে বাঁধছেন ঘর? কে সেই পাত্র? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন।তবে এই রহস্য নিয়ে জানতে যোগাযোগ করা হয় কণ্ঠশিল্পীর সঙ্গে। রহস্য খোলাসা করতে চাননি গায়িকা। যেন আরও ঘনীভূত করলেন। দিলশাদ নাহার কনা বলেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ছয় বছর সংসারও করেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন কনা।এরপর থেকেই শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ছয় বছরের সংসার।একটি সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান। শিগগির তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন। তারই সঙ্গে গোপনে সেরেছেন বিয়ে। আর সেই বিয়েরই মেহেদি হাতের ছবিটি তিনি আজ পোস্ট করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।এদিকে সদ্যই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং। সেই গানে কণ্ঠ দিয়েছেন কনা। এ ছাড়াও নতুন বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা।ভোরের আকাশ/মো.আ.
বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ একটি মনোমুগ্ধকর হাওয়াইয়ান গীটার সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস এর চেয়ারম্যান ও ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহের উদ্দীন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন।স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আজিজ।অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চু।সংগীত পরিবেশনায়- বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের নিজস্ব শিল্পীবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত এক সময়ের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। তবে সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে পর্দায় দেখা দিচ্ছেন। সর্বশেষ এই অভিনয়শিল্পী ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।কিন্তু এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ধরনের সমস্যায় পড়েছেন তিনি। আফসানা মিমির নামে ফেসবুকে ভুয়া আইডি চালু হয়েছে, যা নিয়ে বিনোদন অঙ্গনের অনেকেই উদ্বিগ্ন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কেউ বা কারা তার নামে ফেসবুকে বন্ধু হওয়ার আহ্বান পাঠাচ্ছে এবং মেসেঞ্জারের মাধ্যমে খুদেবার্তা প্রেরণ করছে।এ বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না। বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।ভোরের আকাশ/এসএইচ
বলিউড বাদশা শাহরুখ খানের হংসরাজ কলেজের পুরনো ভর্তি ফর্মের একটি ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়ার ঢেউ উঠেছে। ভক্তরা যেন আবার ফিরে গেছেন সেই দিনগুলোতে, যখন তিনি আজকের বিশ্বখ্যাত তারকা নন, বরং দিল্লি ইউনিভার্সিটির এক সাধারণ ছাত্র- পরীক্ষার প্রস্তুতি, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। খবর ইকনোমিক টাইমসের।হংসরাজ কলেজে ভর্তি হওয়ার আগে শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন। সেখানে তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সমানভাবে সক্রিয় ছিলেন, যার জন্য তিনি স্কুলজীবনে বেশ পরিচিতি পান।১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খান হংসরাজ কলেজে অর্থনীতিতে বিএ (অনার্স) করেন। কলেজজীবনে তিনি একই সঙ্গে খেলাধুলা ও থিয়েটারে যুক্ত ছিলেন। পড়াশোনা, মঞ্চ এবং ব্যক্তিগত স্বপ্ন-সব মিলিয়ে এই সময়টিকে তিনি নিজেই জীবনের ভিত্তি গঠনের সময় বলে মনে করেন। এখানেই তার শৃঙ্খলা, অভিনয়বোধ এবং সৃজনশীলতার দিকটি আরও দৃঢ় হয়ে ওঠে।অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো। অংকে ৭৮ এবং পদার্থবিদ্যায় ৭৮ পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।মার্কশিটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।হংসরাজ থেকে স্নাতক হওয়ার পর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশনে মাস্টার্সে ভর্তি হন। যদিও তিনি কোর্সটি সম্পূর্ণ করেননি, এই পর্যায়টিই তাকে মিডিয়া ও গল্প বলার জগতের আরও কাছাকাছি নিয়ে আসে। এরপর পরিচালক ব্যারি জনের সঙ্গে থিয়েটারে কাজ শুরু করেন এবং সেখান থেকেই টেলিভিশন হয়ে বলিউডে প্রবেশ—যা পরবর্তীতে রূপ নেয় বিশ্বজোড়া জনপ্রিয়তার ইতিহাসে।এ সময়ে তার মার্কশিট ট্রেন্ড হওয়ার পেছনে আরেকটি কারণও আলোচনা তৈরি করেছে। শাহরুখ খান বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’–এর প্রস্তুতিতে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সুহানা খান। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন।ভোরের আকাশ/তা.কা