গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ১৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
রাত ১১টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
পাবনার চাটমোহরে ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের পরিচালনা কমিটির সভাপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত জনপ্রতিনিধি কিংবা সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট হওয়া স্বাভাবিক হলেও, কবরস্থান কমিটির পদে এমন নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।ইতোমধ্যে নির্বাচনের জন্য সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ঘোষিত হয়েছে তফসিল, জমা পড়েছে মনোনয়নপত্র এবং দুই প্রার্থী পেয়েছেন প্রতীক বরাদ্দ। এখন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার চালাচ্ছেন।স্থানীয়দের মতে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও আংশিক জগতলা গ্রামের উদ্যোগে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয়ভাবে কমিটি গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে এলাকাবাসী কবরস্থান কমিটির সভাপতি নির্বাচনে গণভোটের দাবি জানান।এর প্রেক্ষিতে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির অধীনে তিন গ্রামের প্রতিটি পরিবারের একজন করে পুরুষ সদস্যকে ভোটার করে তালিকা প্রকাশ করা হয়। মোট ৮০০ ভোটার আগামী শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈদগাহ ময়দানে গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।ভোরের আকাশ//হ.র
মোংলা বন্দরে ‘রিবন বা ফিতা’ আমদানির ঘোষণা দিয়ে গোপনে ৭ কোটি ৮০ লাখ টাকার সিগারেট আমদানি করেছে ঢাকার পুরানা পল্টনের ‘মুন্না এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান। তবে পণ্য খালাস নিতে না আসায় এবং ঘোষণার সঙ্গে মিল না থাকায় কাস্টমসের সন্দেহ হলে কনটেইনার খুলে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করা হয়।কাস্টমস সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেষ্টু’ জাহাজে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে পণ্যটি আসে। ঘোষণায় ‘রিবন বা ফিতা’ উল্লেখ থাকলেও খোলার পর দেখা যায়, প্রতিটি প্যাকেটে রয়েছে আরব আমিরাতের ‘ওরিস সিলভার’ ব্র্যান্ডের সিগারেট। এতে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব।কাস্টমস সহকারী কর্মকর্তা মো. রুবেল হাসান জানান, ঘোষণার সঙ্গে গরমিল থাকায় শুল্ক ফাঁকির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। শুল্ক দিয়ে আমদানি করলে এসব সিগারেটের বাজারমূল্য হতো প্রায় ৫ কোটি টাকা, কিন্তু চোরাচালানের মাধ্যমে তা বেড়ে দাঁড়ায় ৭ কোটি ৮০ লাখ টাকায়।মোংলা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের খোঁজ চলছে এবং কাস্টমস আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।ভোরের আকাশ//হ.র
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।রাত ১১টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।ভোরের আকাশ//হ.র
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রব্বানী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর-গোপালনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত গোলাম রব্বানী যশোর সদর উপজেলার নরসিংহকাটি গ্রামের আবু বক্কর সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভোরের আকাশ/এসআই