ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭ এএম
ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরে মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ২৯ জনের এবং আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। বিষয়টি বুধবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন নিশ্চিত করেছেন।
মামলায় ২ নম্বর আসামি হিসেবে আনা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় আন্দোলন সংগ্রাম পরিষদের প্রধান খোকন মিয়াকে। অভিযোগে বলা হয়েছে, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে স্থানীয়রা। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সড়ক অবরোধ, যা পরবর্তী সময়ে রেললাইন অবরোধ পর্যন্ত গড়ায়। এতে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনের ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বরের তৃতীয় দফা অবরোধ চলাকালে উপজেলা পরিষদসহ অন্তত ২০টি সরকারি দপ্তর, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, সহিংসতায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর মিলে ২০টিরও বেশি কার্যালয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ভোরের আকাশ // হ.র