বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৭ পিএম
ছবি: ভোরের আকাশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও তাঁর সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের ঢাকা মোড়ে বিরামপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের উপজেলা আহবায়ক মুসাব্বির অর্ক, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, জাতীয় যুব শক্তির জিন্নাহ রাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ মারুফ, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার সহ সর্বস্তরের সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এবং মত প্রকাশের স্বাধীনতায় কারো উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে এ ধরনের কর্মকাণ্ড ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না বলেও জোড়ালো ভাবে হুশিয়ারি দেওয়া হয়।
ভোরের আকাশ/তা.কা