ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি,পুলিশ ও ইমিগ্রেশন ।গত শুক্রবার ঢাকার এলাকায় নির্বাচনি প্রচারের সময় হামলাকারীরা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শরিফ ওসমান হাদি।রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন সংশিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন রুটে যাতে কোন ভাবে ভারতে ঢুকতে না পারে সে বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।উল্লেখ্য,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুটে ভারতে পালানো চেষ্টা করে থাকে অপরাধীরা। গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত পথ ও ইমিগ্রেশন থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও তাঁর সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের ঢাকা মোড়ে বিরামপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের উপজেলা আহবায়ক মুসাব্বির অর্ক, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, জাতীয় যুব শক্তির জিন্নাহ রাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ মারুফ, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার সহ সর্বস্তরের সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এবং মত প্রকাশের স্বাধীনতায় কারো উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ আখ্যা দিয়ে এ ধরনের কর্মকাণ্ড ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না বলেও জোড়ালো ভাবে হুশিয়ারি দেওয়া হয়।ভোরের আকাশ/তা.কা
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৭ পিএম
হাদির ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ
শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একাধিক সংগঠন।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পৌরশহরের বাহিরগোলা মোড় থেকে শুরু করে বিক্ষোভকারীরা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাহিরগোলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নূর আলম নূর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম-সমন্বয়ক আজিজুর রহমান, ছাত্র শিবিরের সোহান ইসলাম, শাহীন মিয়া প্রমূখ। এসময় বক্তারা ওসমান হাদির ওপর এ হামলাকে পূর্ব-পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করে বলেন, এর দায় ইন্টেরিম সরকার এড়াতে পারে না। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচার কার্যকর করনি। হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে কঠোর ব্যবস্থা গহণের দাবি করেন।উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে বক্স-কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকাৎসাধীন রয়েছেন বলে বিক্ষোভ শেষে বক্তারা সমাবেশে এ তথ্য জানান।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্লোগানে স্লোগানে প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।মিছিলে অংশ নেয়া মানুষের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ।এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।ভোরের আকাশ/এসএইচ
১২ ডিসেম্বর ২০২৫ ১১:০৫ পিএম
হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে
গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আপ নেতা রাফে সালমান রিফাত।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রিফাত জানান, হাদী ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। অবস্থা স্টেবল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার পাশাপাশি মাথার ভেতরেই বুলেটটি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হাদির অবস্থা ক্রিটিকাল।শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।হাদিকে গুলির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
১২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩২ পিএম
ওসমান হাদিকে গুলি, দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা: তারেক রহমান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা।তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।তিনি নেতাকর্মীদের যে কোনো বিভ্রান্ত ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহাযোগিতার অঙ্গীকার করেন।ভোরের আকাশ/এসএইচ
১২ ডিসেম্বর ২০২৫ ০৮:৩২ পিএম
হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে সার্জারি চলছে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।তিনি বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে সিসিইউতে নেয়া হয়েছে হাদিকে।চিকিৎসক জানিয়েছেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে। এর আগে দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।ভোরের আকাশ/তা.কা