শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ ঘন্টা আগে

আপডেট : ৬ ঘন্টা আগে

শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর এ্যাম্বাসেডর অধ্যক্ষ সৈয়দ মহবিুল ইসলামের সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদ সদস্য ও সুনামগঞ্জ পিএডিএন এর প্রধান উপদেষ্টা নুরুল হক আফিন্দী, সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের ধর্মগুরু স্বামী হৃদয়ানন্দ মহারাজ, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান এর সাধারণ সম্পাদক ডেনিস চত্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিটু বড়ুয়া, কন্যা-শিশু এডভোকেসি ফোরামের সুনামগঞ্জ জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌসী লিপন, উপ-পুলিশ পরিদর্শক মো. জহির হোসেন, ব্র্যাক এর জেলা সমন্বয়ক একে আজাদ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা, স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।

সংলাপে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সংস্কৃতি কলেজ এর অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, পিস এ্যাম্বাসেডর অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবুল হোসেন, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা, সংবাদকর্মী  শামসুল কাদির মিছবাহ, আমিনুল হক, কর্ণবাবু দাস, মাওলানা নূর হোসাইন, মাওলানা রেদওয়ান আহমদ, মাওলানা ফয়জুন নুর, মাওলানা আরশদ নোমান,  মাওলানা তাজুল ইসলাম, পুরোহিত কৃষ্ণ গোপাল গোস্বামী, নারায়ন চক্রবর্তী, গৌরী শঙ্কর ভট্টাচার্য্য, অমোখ গোস্বামী সমাজ সেবা কার্যালয়ের আলমগীর, সমাজকর্মী নুরুল হাসান আতাহের, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আলী ইমরান, তুর্য দাস, ঝর্ণা আক্তার প্রমূখ।

সংলাপে ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে। ধর্মের নামে অধর্ম করা যাবে না। যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাঁরা সংঘাত, সংঘর্ষে লিপ্ত হতে পারে না।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ বলেন, আমি আশা করি আপনাদের মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলায় শান্তি-সম্প্রীতি বজায় থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সেখানে কোন ধরণের গোজব ছড়ানো হলে, না জেনে সহমত প্রকাশ করা যাবে না। যাচাই বাচাই করতে হবে। তিনি এমন একটি ভালো উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

আওয়ামী লীগের বিচারের দাবীতে শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচারের দাবীতে শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মন্তব্য করুন