ছবি: সংগৃহীত
বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দুর্গা মন্দিরে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বড়বাঁক শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুদানে উদ্বোধন করেন রফিকুল ইসলাম উপপরিচালক সমাজসেবা বাগেরহাট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সোহেল পারভেজ সমাজসেবা অফিসার বাগেরহাট। এছাড়াও আরও বক্তব্য রাখেন রঞ্জন হালদার ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার চিতলমারী, অজিত কুমার মন্ডল সভাপতি প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশন, অতীন্দ্রনাথ বিশ্বাস সহসভাপতি, ঠাকুরদাস মজুমদার সহসভাপতি, তুষার কান্তি বৈরাগী সাধারণ সম্পাদক, সুরেশ মজুমদার কোষাধ্যক্ষ, ধনীন্দ্রনাথ সমাদ্দার দপ্তর সম্পাদক, রমেশ চন্দ্র বাইন প্রচার সম্পাদক, বিনয় কৃষ্ণ পোদ্দার কার্যকরী সদস্য, শৈলেন্দ্র নাথ মন্ডল গ্রাম প্রধান, নরোত্তম মিস্ত্রিপ্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের খতিব মিয়ার ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যাস্ত ছিলো। আরিয়ান খেলা করছিলো সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তারা আরও জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায় কেও যানতে পারেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত হয়েছে। এ বিষয় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।ভোরের আকাশ/মো.আ.
জয়পুরহাটে গানের লাইন বলার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির এক শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক ও পরিচালকের কর্মরত আত্মীয়রাও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ওমর ফারুক ওরফে পি. কের দিকে। এছাড়া আবাসিক হলে শিক্ষার্থীদের নির্যাতনে অংশ নেন পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের কর্মরর্ত ঘনিষ্ঠ আত্মীয় আশিকুর, এমদাদ ও বাশার।শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তরা পরিচালকের নিকট আত্মীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক রবিউল ইসলাম। আজ মারধরের পর পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তিনি বাসায় ফিরে আসেন।দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ স্যার এসে আমাকে বেদম মারধর করেন।একই শ্রেণির শিক্ষার্থী আল মোহনাদ সোয়াইব ও আনাম হাসান নবীন বলেন, স্যার ক্লাসে ঢুকে ‘হু আর ইউ’ বলেই আমাদের মারতে শুরু করেন। কেন মারা হলো তা আমরা জানি না। প্রতিষ্ঠানটি এখন আত্মীয় কোটায় চলে।শিক্ষার্থী মোহাম্মদ সূর্য ও আতিকুর রহমান বলেন, এক বন্ধুর সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আমাদেরও পেটানো হয়েছে।শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করে বলেন, আমি বেতন কিছুটা কম দেয়। এজন্য স্যার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন।শিক্ষার্থী সূর্যের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক রিভা পারভিন বলেন, খবর পেয়ে দ্রুত এসে দেখি বাচ্চাদের মারধর করা হয়েছে। প্রায়ই এভাবে নির্যাতন চলে। আমরা সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাই।প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঘটনার পর একজন শিক্ষককে শোকজ করা হয়েছে। তবে আবাসিক হলে মারধরের অভিযোগ সঠিক নয়। শিক্ষার্থীদের শৃঙ্খলার জন্য চাপ প্রয়োগ করা হয়।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, আজকের আঘাতকারীকে ঘটনাস্থলে গিয়ে না পাওয়ায় মোবাইল কোর্ট করা যায়নি। তবে প্রতিষ্ঠানকে থানায় নেওয়া হয় পরে ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করা হলে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া একটা তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। প্রয়োজনে কমিটির সুপারিশে নিয়মিত মামলা করা যাবে।ভোরের আকাশ/মো.আ.
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী'র আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর ) সকালে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার নাম পরিবর্তন করে গুজব ছড়ানো হয়, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। গণমাধ্যম কর্মিরা সমাজের আয়না, তাদেরকে এ বিষয়ে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে, গুজব প্রতিরোধে সোচ্চার হতে হবে।ছবি: ভোরের আকাশআঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।মতবিনিময়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন গণমাধ্যম কর্মি অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/তা.কা