কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ী এলাকার কলেজ গেট সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী হাইওয়েতে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. নুরী (৩৯) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফুল আলম এবং মায়ের নাম মোছাঃ সাহিদা বেগম। তিনি কোনাবাড়ীর ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড এ জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার কারখানার পরিচয় পত্র নং ২২১৪৪ ।
ঘটনাস্থল ও কোনাবাড়ী মেট্রো থানা সূত্রে জানা যায় যে, কারখানা ছুটি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নুরীর একটি পা কাটা পড়ে এবং মাথার খুলি ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশের কেউ ঘাতক গাড়ির নম্বর বা ধরণ শনাক্ত করতে পারেনি।
দুর্ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।
ঘটনাস্থলে উপস্থিত পথচারীগণ অভিযোগ করে বলেন, কলেজ গেট এলাকা সবসময় ব্যস্ত থাকে এবং এ সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
গাজীপুরের কোনাবাড়ী এলাকার কলেজ গেট সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী হাইওয়েতে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. নুরী (৩৯) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফুল আলম এবং মায়ের নাম মোছাঃ সাহিদা বেগম। তিনি কোনাবাড়ীর ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড এ জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার কারখানার পরিচয় পত্র নং ২২১৪৪ ।ঘটনাস্থল ও কোনাবাড়ী মেট্রো থানা সূত্রে জানা যায় যে, কারখানা ছুটি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নুরীর একটি পা কাটা পড়ে এবং মাথার খুলি ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশের কেউ ঘাতক গাড়ির নম্বর বা ধরণ শনাক্ত করতে পারেনি।দুর্ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।ঘটনাস্থলে উপস্থিত পথচারীগণ অভিযোগ করে বলেন, কলেজ গেট এলাকা সবসময় ব্যস্ত থাকে এবং এ সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে।ভোরের আকাশ//হ.র
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত কারারক্ষী হলেন, মো. আরিফ চৌধুরী (২৮)।আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে সহকারী জেলার সুমি ঘোষ আরিফ চৌধুরীকে আসামিকে করে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।এর আগে, গত ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ শনিবার সন্ধ্যায় জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেফতার করে বলে জানান ওসি।মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন মিয়া (৩৫) নামে এক ওমান প্রবাসীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।শনিবার ( ২৬ জুলাই) ওমানের সালালাহ এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সন্ধ্যায় নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক তথ্যটি নিশ্চিত করেন।নিহত রুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে।জানা যায়, নয় বছর আগে পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমনের। বিয়ের চার মাস পর রুমন ওমানে পাড়ি জমান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় পান্না তার বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহের সৃষ্টি হয়।সবশেষ শনিবার স্ত্রীকে ভিডিও কলে যুক্ত করেন রুমন। এ সময় পরকীয়ার একটি ভিডিও নিয়ে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমন।এ বিষয়ে রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, আমাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে দেখে লাইভ কেটে দেই। এরপর একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাতো বোনের স্বামী ওবায়দুল হককে বিষয়টি জানাই। তিনি গিয়ে দেখেন রুমন ফাঁস দিয়ে ঝুলে আছেন। তখন আমি জানতে পারি আমার স্বামী আত্মহত্যা করেছেন। তবে আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সত্য নয়।ভোরের আকাশ/জাআ
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।রোববার (২৭ জুলাই) সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, "পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আজকের এই উদ্যোগ।"সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, "গাছ শুধু পরিবেশ নয়, অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এই উদ্যোগ যেন সামাজিক আন্দোলনে রূপ নেয় এবং সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগান।"স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচিকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ