ছবি : সংগৃহীত
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অর্থনৈতিক উন্নয়নে ও গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা কামনা করেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল এ সহায়তা চান। এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন।
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অর্থনৈতিক উন্নয়নে ও গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা কামনা করেন।সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল এ সহায়তা চান। এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন।তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদগ্রীব।সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন। তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদগ্রীব। ব্যবসা বাণিজ্যে সহযোগিতা, ওআইসিকে শক্তিশালী করাসহ বাংলাদেশে অধিকতর বিনিয়োগ বাড়াতে চায় দেশটি।তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। দুই দেশের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা হয়েছে।তিনি আরও বলেন, ওআইসিকে আরও শক্তিশালী করতে আলোচনা হয়েছে। তুরস্ক-বাংলাদেশে বন্ধুত্ব আরও বাড়ানোর জন্য সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দুপক্ষের আলোচনা হয়েছে।বাংলাদেশে তার্কিশ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, সম্পর্কের উন্নয়ন আরও বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ট্রেড, ইনভেস্টমেন্ট বাড়াতেও আলোচনা হয়েছে। মেডিকেল, টেক্সটাইল, এনার্জি, হেলথ, ফার্মাসিউটিকালে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। স্কিল্ড টেকনোলজি নিয়ে বিএনপি তার্কিশ প্রতিনিধিকে বলেছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, এছাড়া নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তারাও অপেক্ষায় আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। নির্বাচন পরবর্তী সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহী তারা। নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠন হবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।এ সময় বাংলাদেশে তুরস্কের জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে চলমান আলোচনার বিষয় তুলে ধরে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সাক্ষাতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা।সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত নেতা মুজিবুল আলম। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।আলোচনাকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।ভোরের আকাশ/এসএইচ