পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ ঘন্টা আগে

আপডেট : ৭ ঘন্টা আগে

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি এলাকায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্কুল-মাদ্রসারা শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার ২৬নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নির্যাতিত মাদ্রাসা ছাত্রীর স্বজন, স্থানীয় নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসা, দূর্গাপুর ইউনিয়ন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নির্যাচিত মাদ্রাসা ছাত্রীর মা বলেন, গত ২০ এপ্রিল আমাদের এক আত্মীয় মারা গেলে আমরা সেখানে যাই। সেই সুযোগে মোঃ খোকন সরদার আমার মেয়েকে ধর্ষন করে। আমি এর সর্বোচ্চ বিচাই চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দারুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষক মো. পারভেজ সরদার, মাওলানা মাহাবুব হোসেন, মোঃ হাফেজ শেখ, দূর্গাপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারী শিক্ষক কল্যান বাবু, ২৬নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রুপি বেগম, মাধুরিমা খন্দকার প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, খোকন সরদার অত্যন্ত দু:শ্চরিত্র লোক। সে তার নাতনীকে ধর্ষন করেছে। এর আগে সে একাধিক নারীকে উত্তপ্ত ও বিরক্ত করেছে। তারা আরো জানায়, সে একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তারা ধর্ষনকারীর ফাঁসি দাবী করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, অভিযুক্ত মো. খোকন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২

রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত

রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান

নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

মন্তব্য করুন