নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০৪:৪৮ পিএম
ছবি: ভোরের আকাশ
আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নেত্রকোনা জেলা শহরের কালেক্টরেট মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা কমিটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৬ বছর বাংলাদেশের মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। সেই সরকারকে সাধারণ ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে টেনে নামিয়েছে। তরুণদের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। আমরা বলছি মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা একটি গণকল্যাণমুখী রাষ্ট্র গঠন করবো। নেত্রকোনা বন্যা কবলিত এলাকা, তাই একটি টেকসই জেলা গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবীতে আমরা রাজপথে নেমেছি। দেশব্যাপী সংস্কার এবং নতুন সংবিধান জন্যে রাজপথে নেমেছি। সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কান্ত হব না। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।
বক্তব্যে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সংস্কার, বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২সনে যে সংবিধান বানিয়েছে তা তাদের সুবিধার জন্য করেছে। ভারতীয় আধিপত্যের মাধ্যমে মুসলমান আলেম সমাজকে কোনঠাসা করে রেখেছে। ওই সংবিধানে মানুষের অধিকার ছিলো না। আমরা যে সংবিধানের কথা বলছি সেটি সকল ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। যারা আমাদের দেশের মানুষকে গুম করে সাগরে ভাসিয়ে দিয়েছিলো। এতো এতো মানুষ খুন করেছে এ দেশের মাটিতে তাদের বিচার করতেই হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার নিয়ে ফিরবে ইনশাআল্লাহ।
নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে আরও বলেন, দশ ট্রাক অস্ত্র চালান করলেন, যদি তা হ্যান্ডেলিং করতেই না পারবেন, তবে আনলেন কেন ? এই দশ ট্রাক অস্ত্রের কারণে বাংলাদেশের সার্বভৌম হুমকির মূখে পড়েছে। বাংলাদেশের জনগণের জীবন বিপন্নতার মধ্যে।
জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বেলা বারোটার দিকে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে আসেন।
এর আগে নেত্রকোনা জেলা শহরে পদযাত্রা করার কথা থাকলেও সে সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল, নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক হাসনাত আবদুল, মূখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তিনজনের বক্তব্য শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত সমাবেশস্থল ত্যাগ করে শেরপুরের উদ্দেশ্য চলে যান।
ভোরের আকাশ/জাআ