মাগুরায় ‘জুলাই পূর্ণজাগরণ’ পালনে প্রস্তুতিমূলক সভা
‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানমালা পালনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহাম্মেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এবং জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রশাসক বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ, ম্যারাথন র্যালি, বৃক্ষরোপণ, শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঐতিহাসিক অনুধাবন।
সভায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠানমালাকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ভোরের আকাশ/আজসা
সংশ্লিষ্ট
‘স্বচ্ছ সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় ফরিদপুর সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বিএফইউজ’র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে স্বচ্ছ সাংবাদিকতাই উত্তোরণের পথ দেখাতে পারে। সাংবাদিকরাই এই মহান দ্বায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে আলোর পথ দেখিয়ে থাকেন।শীর্ষ সাংবাদিক নেতা আরো বলেন, অনেক ঝুঁকির মধ্যে মফস্বলের সাংবাদিকরা কাজ করে থাকেন। পত্রিকায় কর্মরত সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করবেন বলেও মত প্রকাশ করেন তিনি।ওবায়দুর রহমান শাহীন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ১৫ বছরে যারা বঞ্চিত হয়েছেন, তাদের সুযোগ সুবিধা দেয়া হবে। যে সব সাংবাদিকরা পেশাগত কাজে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের জন্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রস্তুত রয়েছে।ভোরের আকাশ সম্পাদক বলেন, একজন সংবাদকর্মী মারা গেলে পরিবার কোনো ধরনের আর্থিক সুবিধা পান না। আগামীতে যাতে তারা সহযোগিতা পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।এ সময় তিনি ভোরের আকাশের ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুরের কাউখালীতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমরাজুরি ইউনিয়নের কুমিয়ান আবাসন এলাকা থেকে আবাসনের বাসিন্দা এনায়েত শরীফের ছেলে মিরাজ শরীফ (৩০)কে ২৫ পিস ইয়াবা ও কুমিয়ান এলাকার বাসিন্দা অরুন কুমার মজুমদারের ছেলে অনুপম মজুমদার (৪০)কে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।একই দিনে কাউখালী থানার এসআই দীপক বালা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের আস্পদ্দি এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল হাসান রিয়াজ (৪০)কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। ছোটখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, কিছু রাজনৈতিক দল ইতোমধ্যেই পিআর ব্যবস্থার পক্ষে আন্দোলন শুরু করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই গ্রহণ করবে না। তারা সবসময় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় চরফ্যাশন উপজেলা সদরে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।বিএনপি নেতা আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্ব-স্ব এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করতে। তিনি আশা প্রকাশ করেন, নেতাকর্মীরা উৎসবে সম্পৃক্ত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবেন।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রফিক আছলামী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।ভোরের আকাশ/এসএইচ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হিট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই। এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা গেলেও অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/এসএইচ