ছবি : সংগৃহীত
গাজীপুরের রাস রিসোর্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনৈতিক কাজের জন্য দুই লাখ টাকা জরিমানা করেছে। এ সময় পুলিশ ওই রিসোর্টে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথ ভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে এ অভিযান চালায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গত ২২ সেপ্টেম্বর রাস রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে ঘটনায় একটি মামলা হয়। সেই ধারাবাহিকতায় মামলাটি তদন্ত করতে আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমান আদালতও অভিযান চালিয়েছে। অভিযানের সময় অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুইজন নারীকে পাওয়া গেছে। এসময় দুইজন পুরুষ অভিযান টের পেয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। অনৈতিক কার্যক্রমের সাথে রিসোর্টটি জড়িত তাই ১৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গণধর্ষণের মামলায় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।
ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, বাংলাদেশ হোটেল রেস্তোরা-২০২৪ এর আইন মোতাবেক রাস রিসোর্টকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। হোটেল রেস্তোরার আইন অনুযায়ী ওই রিসোর্টির কোন নিবন্ধন ছিল না। রিসোর্টের কার্যক্রম সাময়ীক বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সোমবার রাতে স্যুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে এক নারীকে শ্রীপুরের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। এমন অভিযোগে নাছির, বাবরসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। পরের দিন বিকেলে অভিযুক্তরা ওই নারীকে তার ব্যবহৃত ২লাখ ৪০হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে’ রোহিঙ্গারা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন। তারা সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতাও চেয়েছেন।কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক সমাবেশে এই দাবি জানানো হয়। ‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে সংঘটিত গণহত্যার ন্যায়বিচারেরও দাবি জানান।দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গারা। তারা আশা করছেন, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন রোহিঙ্গাদের সমস্যা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য স্থায়ী ও কার্যকর সমাধানের পথ দেখাবে। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছেন, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার কারণে পালিয়ে এসেছে।১৫ নম্বর ক্যাম্পের মাস্টার ছৈয়দ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক হাই-লেভেল কনফারেন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মিয়ানমার সরকার ও আরাকান আর্মির নৃশংসতা তুলে ধরতে হবে। তারা অভিযোগ করেন, রোহিঙ্গাদের জোরপূর্বক বসতভিটা থেকে বিতাড়ন, গণহত্যা, নিপীড়ন, ধর্ষণ, মৌলিক অধিকার ও চলাচলের স্বাধীনতা থেকে বঞ্চিত করা, বৈষম্যমূলক আইন প্রয়োগসহ নানা অমানবিক কার্যক্রম আজও চলছে।সমাবেশে বক্তারা আসন্ন বৈঠকে এসব বিষয় যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, আট বছরেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই বাস্তবায়িত হয়নি। কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবন কোনোভাবেই টেকসই নয়।কমিউনিটি নেতা মাস্টার ছৈয়দউল্লাহ বলেন, “আমরা আর প্রতিশ্রুতি চাই না, চাই নিরাপদে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফেরার নিশ্চয়তা।”অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মাস্টার জাহাঙ্গীর আলম (শিক্ষক প্রতিনিধি), মাস্টার কিন মং (সভাপতি, সোশ্যাল প্ল্যাটফর্ম), মাওলানা শফিক (শিক্ষক প্রতিনিধি) ও সাজিদা বেগম (নারী প্রতিনিধি)।সমাবেশে ইমাম, মুহতামিম, চেয়ারম্যান, সোশ্যাল মিডিয়া কর্মী, হেড মাঝি, শিক্ষক, নারী প্রতিনিধি, কমিউনিটি ডাক্তার, ব্যবসায়ী প্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধি, ক্যাম্পভিত্তিক সংগঠনের সদস্য এবং সাধারণ রোহিঙ্গারা অংশ নেন।এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন সম্মেলন থেকে বাস্তব পদক্ষেপ ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হবে। ভোরের আকাশ/হ.র
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। ছোটখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, কিছু রাজনৈতিক দল ইতোমধ্যেই পিআর ব্যবস্থার পক্ষে আন্দোলন শুরু করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই গ্রহণ করবে না। তারা সবসময় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় চরফ্যাশন উপজেলা সদরে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ ও পথে সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।বিএনপি নেতা আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্ব-স্ব এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করতে। তিনি আশা প্রকাশ করেন, নেতাকর্মীরা উৎসবে সম্পৃক্ত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবেন।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রফিক আছলামী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।ভোরের আকাশ/হ.র
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধলেশ্বরী নদীর শ্যামারঘাটে শনিবার (২৭ সেপ্টেম্বর) গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মো. মামুন সরকার, বাঘিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিয়া রিপন ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. লাভলু মিয়া।বক্তারা বলেন, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। তার ধারাবাহিকতা বজায় রাখায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে তারা আগামীতেও এ ধরনের আয়োজন চালানোর আহ্বান জানান। এছাড়া তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। উপস্থিত দর্শকরা বক্তাদের এ কথায় উল্লাস প্রকাশ করে সম্মতি জানান।নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়া সহ আশপাশের এলাকায় থেকে নারী-পুরুষ ও শিশু মিলিয়ে কয়েক হাজার দর্শক নদীর দুই তীরে উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত নৌকাকে পুরস্কৃত করা হয়। ভোরের আকাশ/হ.র
গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের জন্য দুই লাখ টাকা জরিমানা করেছে। এ সময় পুলিশ ওই রিসোর্টে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে।শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে অভিযান পরিচালনা করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ২২ সেপ্টেম্বর রিসোর্টে এক নারীর ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। মামলার তদন্তের অংশ হিসেবে ও ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অনৈতিক কাজে লিপ্ত দুই নারীকে পাওয়া যায়। দুই পুরুষ অভিযুক্ত পালিয়ে যায়। রিসোর্টের সঙ্গে যুক্ত ১৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইন, ২০২৪ অনুযায়ী রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিসোর্টের কোনও নিবন্ধন ছিল না। কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”এর আগে, ২১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে এক নারীকে স্যুটিংয়ের নামে রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযোগে নাছির, বাবরসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরের দিন বিকেলে অভিযুক্তরা ওই নারীকে তার ব্যবহৃত ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের আইফোনসহ মারধর করে রিসোর্ট থেকে বের করে দেয়। ভোরের আকাশ/হ.র