ছবি : ভোরের আকাশ
শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় মঙ্গলবার (৩০ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ-এর আশাপাশ এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা, কবি ও গবেষক আহমদ রফিক। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার পর থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।প্রথমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, এবং গণসাংস্কৃতিক জোটসহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরাও ভাষা সৈনিক আহমদ রফিকের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।নেতারা বলেন, দেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অনন্য অবদান রেখে গেছেন, তা জাতির জন্য চিরস্মরণীয়। তার চিন্তা ও কর্মধারা আগামী প্রজন্মকে পথ দেখাবে।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে।রফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, একটি শোকযাত্রার মাধ্যমে মরদেহ কলেজে নেওয়া হয়, যেখানে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। এ সিদ্ধান্তে জাতি হিসেবে আমরা এক মানবিক দৃষ্টান্তেরও সাক্ষী হলাম।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে, রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কীর্তিমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, আলঝেইমার্স, পারকিনসন্স, ফুসফুসের সংক্রমণসহ নানা রোগে ভুগছিলেন।আহমদ রফিকের লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। এর মধ্যে রয়েছে, ভাষা আন্দোলনের ইতিহাসবিষয়ক গ্রন্থ, রাজনৈতিক বিশ্লেষণ, রবীন্দ্রনাথ বিষয়ক গবেষণা, ছোটগল্প ও কবিতা, চিকিৎসাবিষয়ক সংকলন ও অনুবাদ।তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি (টেগোর রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা)আহমদ রফিকের জীবন ও কর্ম বাংলা ভাষা, সাহিত্য এবং চিন্তার জগতে একটি অনন্য উচ্চতা তৈরি করে গেছে।ভোরের আকাশ/তা.কা
সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেকে এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানিয়েছে, যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুস্কৃতিকারী, অবৈধ অস্ত্রধারী, অস্ত্র ব্যবসায়ী, শিশু পাচারকারী, জুয়াড়ি, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি এবং মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ সময় অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী ও বিদেশি ধারালো অস্ত্র, দেশী ও বিদেশি মাদকদ্রব্য, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়। ভোরের আকাশ/তা.কা
ঢাকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজও রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তরটি।শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীতে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।ভোরের আকাশ/তা.কা
ওমরাহ পালনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার। ভ্রমণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে শুক্রবার খালিজ টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল বুকিং ও পরিবহন—সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। পাশাপাশি আরও অন্তত ১০টি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে ওমরাহযাত্রীদের।নতুন নিয়মের গুরুত্বপূর্ণ দিকগুলো১. হোটেল বুকিং বাধ্যতামূলকভিসা আবেদনের সময়ই অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বুক করতে হবে।২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি প্রমাণযদি কেউ আত্মীয়ের বাড়িতে থাকতে চান, তবে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফর সময় পরিবর্তন হলেও সিস্টেমে তথ্য হালনাগাদ করতে হবে।৩. পর্যটক ভিসায় ওমরাহ নিষিদ্ধএখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না। যারা এভাবে চেষ্টা করবেন, তাদের থামিয়ে দেওয়া হবে। একইভাবে মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে।৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলকশুধুমাত্র নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ওমরাহ ভিসা নিতে হবে। চাইলে ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুকিং করে ভিসা নেওয়া যাবে।৫. কঠোর ভ্রমণসূচিভিসার সঙ্গে ভ্রমণসূচি জমা দিতে হবে, যা পরে আর পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে।৬. কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধাযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা অন অ্যারাইভাল পাবেন। শর্ত হলো— আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ থাকতে হবে এবং ভিসার মেয়াদ হতে হবে এক বছর।৭. বিমানবন্দরে বুকিং যাচাইসৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দরে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করা হবে। কিছু অনুপস্থিত থাকলে ভ্রমণে বাধা বা জরিমানা হতে পারে।৮. পরিবহনে সরকারি অনুমোদন বাধ্যতামূলকশুধু নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। পথচারী ট্যাক্সি বা অননুমোদিত গাড়ি ব্যবহার করা যাবে না।৯. হারামাইন ট্রেনের নির্দিষ্ট সময়সূচিহারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর বন্ধ থাকে। তাই এ সময়ের পর পৌঁছালে আগে থেকেই অনুমোদিত পরিবহন বুক করে রাখতে হবে।১০. নিয়ম ভাঙলে কড়া জরিমানাযে কোনো নিয়ম লঙ্ঘন করলে হজযাত্রী ও এজেন্ট উভয়কেই বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।সৌদি সরকারের এসব নতুন নিয়ম ওমরাহ যাত্রাকে আরও নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত করবে। তবে যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা ও নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা তৈরি হলো।ভোরের আকাশ//হ.র