সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে: অ্যাড. মজিবুর রহমান সরোয়ার

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে: অ্যাড. মজিবুর রহমান সরোয়ার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৩ ঘন্টা আগে

আপডেট : ২৩ ঘন্টা আগে

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে: অ্যাড. মজিবুর রহমান সরোয়ার

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে: অ্যাড. মজিবুর রহমান সরোয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশালের প্রবীণ রাজনীতিবিদ মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, একাত্তর ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে যারা বিতর্ক তুলবে, তাদের বরদাশত করা হবে না। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। ২০২৪ সালে কোনো বিপ্লব হয়নি, বরং একটি গণঅভ্যুত্থান হয়েছে মাত্র। একাত্তরের ভিত্তি ঠিক রেখে, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে হবে। গত বৃহস্পতিবার রাতে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরোয়ার বলেন, বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন। গত ১৬ বছর ধরে আমরা এই দাবিতে আন্দোলন করেছি। এখন দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একটি নির্বাচিত সরকার আইনশৃঙ্খলা রক্ষা করবে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে গিয়ে সরোয়ার বলেন, শেখ মুজিবুর রহমান একজন বড় মাপের নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদান আমরা অস্বীকার করি না। তবে এটা সত্য, তিনি সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশ নেননি। স্বাধীনতা যুদ্ধ ছিল একটি সশস্ত্র সংগ্রাম, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

সরোয়ার বলেন, আওয়ামী লীগ একটি বড় দল হলেও, তাদের মাঝে অহংকার প্রবল। শেখ মুজিব প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারতেন না, আর শেখ হাসিনাও একই পথে হাঁটছেন। এ কারণেই আওয়ামী লীগের আজকের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র ব্যাটবল ও নুরুল আলম ফরিদ, সাংবাদিক নাছিমুল আলম, এটিএন বাংলার বূরো প্রধানহুমায়ুন কবীর এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

ইউএনও'র সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার শুভেচ্ছা বিনিময়

ইউএনও'র সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার শুভেচ্ছা বিনিময়

মন্তব্য করুন