পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ০২:০০ পিএম
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এ উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। র্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।
আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩ ঘন্টা আগে
আপডেট : ২ ঘন্টা আগে
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এ উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। র্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।
আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/এসএইচ