ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আশ্রম সংলগ্ন মাঠে কাউখালী উপজেলা রিক্সা, অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা রিক্সা, অটোরিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী থানার এসআই দীপক বালা, সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা রিক্সা ,অটো রিক্সা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে দিনব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্বরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।ছবি: ভোরের আকাশ‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’— এ স্লোগানকে সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেতু পরিদর্শন করে। পরে কচা নদীর তীরে বৃক্ষরোপণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও পিরোজপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নদীবন্ধু সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, নদীবন্ধু সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং সংগঠনের সদস্য দেবদাস মজুমদার।পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের আয়োজনে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু মো. আলামিন বাকলাই।ছবি: ভোরের আকাশঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক বলেন, “বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এ জেলায় কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ অঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সঙ্গে মানুষের জীবন প্রবাহ একাকার। তাই নদীকে দূষণমুক্ত করতে হবে এবং এর গতিধারা অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে নদীর বন্ধু হই, নদীকে বাঁচাই।”ভোরের আকাশ/তা.কা
চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাছিমা বেগমকে (৪২) নামে স্থানীয় এক নারীসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন গৃহবধূর মা হাজেরা।এর আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমা বেগমকে (৪২) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার শিকার শাহনাজ বেগম পাখি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।আগুনে পুড়ে যাওয়া পাখির স্বামী আমিন খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বাড়ির পাশে দোকানে বসে ছিলাম। ওই সময় আমার ভগিনা শাকিল জানায় তার মামির গায়ে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ঘরের পাশে ডোবায় পড়ে থাকতে দেখি। তখন তার শরীরে অনেক জায়গা আগুনে পুড়ে গেছে। ওই অবস্থায় বাড়ির লোকজনের সহায়তায় স্ত্রীকে নিয়ে সদর হাসপাতালে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পাখির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।তিনি আরও বলেন, আমার স্ত্রী পাখির সঙ্গে প্রতিবেশি প্রবাসী হাফেজ ফয়েজ আহাম্মদের স্ত্রী নাছিমা বেগমের সুদে নেওয়া টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এসব বিষয় নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে। এর আগে, নাছিমা আমার স্ত্রীকে একাধিকবার হত্যার চেষ্টা করে এবং হুমকি-ধমকি দেয়। এসব ঘটনায় আমার স্ত্রী আদালতে মামলাও করেছে। ওই মামলা চলমান আছে। সবশেষ নাছিমা তার লোকজনসহ পাখির হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করে।একই বাড়ির নুরুল ইসলাম খানের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ঘটনার সময় ঘরের লোকজনের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমিনের ঘরে আগুন, আর রান্না ঘরের পাশের ডোবার পানির মধ্যে পড়ে আছে পাখি। তখন লোকজন জড়ো হয়। সে বলছিল আমাকে বাঁচান। পরে তার স্বামী আমিন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য এবং ওই বাড়ির বাসিন্দা নুরজাহান বেগম বলেন, আমার জানা মতে পাখি আর নাছিমা আপন বোনের মত সম্পর্ক ছিল। টাকা লেনদেন নিয়ে বিরোধ আগেই মীমাংসা হয়েছে। বাড়ির লোকসহ আরও কয়েকজন বসে স্ট্যাম্প করে লেনদেনের সব টাকা পরিশোধ করে দিয়েছে। এর বাইরে কোনো লেনদেনের বিষয় আমরা জানি না।ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, সুদের টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক হয়েছে। সেখানে আমরা দুটি স্ট্যাম্প পাই। একটিতে ২৫ হাজার টাকা। ওই ২৫ হাজার টাকা সুদসহ পাখি ৩০ হাজার টাকা পরিশোধ করে। আরেকটিতে পাই ৫০ হাজার টাকা। এই টাকার সুদ ১০ হাজার টাকা পরিশোধ করেছে। তবে নাছিমা আমাদের কাছে বলে পাখি আরও দুই লাখ নিয়েছে। ওই টাকার পরিমাণ সাদা কাগজে লেখা রয়েছে। তবে ওই কাগজে যাদের স্বাক্ষী করা হয়েছে তারা বলেছেন, তারা টাকা লেনদেন সম্পর্কে কিছুই জানেন না এবং তাদের সামনে লেনদেন হয়নি।স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নাছিমা ও পাখির লেনদেন দিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হয়েছে। শুধুমাত্র পাখির সঙ্গে নয়, সুদের কারবার নিয়ে নাছিমার সঙ্গে অন্যদেরও বিরোধ হয়েছে। এর আগেও পাখির ঘরে রাতে ইটপাটকেল মারা হয়েছে। হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব কথা পাখি আমাদেরকে জানিয়েছে। নাছিমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন কয়েকদিন আগে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছে।এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সুদের টাকা লেনদেন নিয়ে পাখি ও নাছিমার মধ্যে বিরোধ। এ সব ঘটনায় উভয়পক্ষের অভিযোগ আছে। পুলিশের একাধিক টিম পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। পাখির মা বিকেলে মামলা করেছে। অভিযুক্ত নাছিমাকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আশ্রম সংলগ্ন মাঠে কাউখালী উপজেলা রিক্সা, অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা রিক্সা, অটোরিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন।এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী থানার এসআই দীপক বালা, সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা রিক্সা ,অটো রিক্সা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।ভোরের আকাশ/তা.কা
পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে।পরিস্থিতি অবনতির পর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত তা বলবৎ আছে। ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন রয়েছে।সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী ।সহিংসতার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধ চলাকালে বিভিন্নস্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স ও নারানখাইয়া এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহারের কথা জানানো হয়। কিছুক্ষণ পর আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা আসে।খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হলো।জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা বহাল থাকবে।ভোরের আকাশ/মো.অ.