আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ০৪:৩১ পিএম
সরাইলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরাফাতুজ্জামান সজীব (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সজীব উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি’র আবু তাহের মিয়ার ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান জানান, গ্রেফতারকৃত আরাফাতুজ্জামান সজীবকে ২০২১ সালে হেফাজতের ঘটনার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে হাসিনা সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়াও সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি বহরে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকা এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে।
ভোরের আকাশ/এসএইচ
আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৪ ঘন্টা আগে
আপডেট : ৪ ঘন্টা আগে
সরাইলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরাফাতুজ্জামান সজীব (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সজীব উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি’র আবু তাহের মিয়ার ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান জানান, গ্রেফতারকৃত আরাফাতুজ্জামান সজীবকে ২০২১ সালে হেফাজতের ঘটনার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে হাসিনা সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়াও সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি বহরে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকা এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে।
ভোরের আকাশ/এসএইচ