খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ০৪:৪৬ পিএম
ছবি: ভোরের আকাশ
বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আবারও নৌবাহিনীর হাতে একটি ফিসিং ট্রলারসহ আটক ৯ ভারতীয় জেলেকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ভারতীয় ফিসিং ট্রলারসহ ৯ জেলেকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে মাছধরা অবস্থায় আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থেকে এক সপ্তাহ আগে ট্রলার নিয়ে আসা ৯ জন জেলে সাগরে গমন করে। তারা গোপনে বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল। পরে অভিযান চালিয়ে নৌবাহিনী ফিসিং ট্রলারসহ ৯ জন ভারতীয় জেলে আটক করে প্রথমে দ্বিগরাজ নৌক্যাম্পে আনে। পরে বৃহস্পতিবার রাতে জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘনের মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ট্রলারটিতে বিপুল পরিমান ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মাছ নিলামে বিক্রি অথবা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তা এতিমখানায় বন্টন করা হবে।
এর আগে, ১৭ ও ২১ অক্টোবর এবং জুলাই ও আগস্ট মাসেও বঙ্গোপসাগর থেকে মোট ১১টি ফিসিং ট্রলারসহ প্রায় ১৬৮ জন জেলেকে আটক করে নৈবাহিনী ও কোস্ট গার্ড।
ভোরের আকাশ/জাআ