ছবি: ভোরের আকাশ
জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে সিরাজগঞ্জে 'জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় ২৯ জন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।এর আগে শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তার শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজহারভুক্ত আসামি।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার মিটফোর্ডে পাথর ছুঁড়ে সোহাগ নামে এক ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে ।ছাত্র জনতার বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে। অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মাওলানা মাসুদ উর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ, ছাত্রশিবির নেতা রাকিব, ছাত্র নেতা সানজিদ প্রমুখ।বিক্ষোভকারীরা ঢাকার মিটফোর্ডসহ সারাদেশে হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও বিভিন্ন অপকর্মের জন্য নাম উল্লেখ না করে প্রভাবশালী রাজনৈতিক দল ও গোষ্ঠীকে দোষারোপ করেন। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। অন্যথায় সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আরেকটি জুলাই বিপ্লব ঘটানো হবে বলে হুঁশিয়ারির উচ্চারণ করেন।ভোরের আকাশ/এসএইচ
সারাদেশে সন্ত্রাসচাঁদাবাজির বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।উপজেলা যুবদল নেতা মো এনামুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শ ভিত্তিক দল এ দলের নেতাকর্মীরা মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে কতিপয় কিছু দুশকৃতিকারী এ দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই এবং যারা সারাদেশে চাঁদাবজী সন্ত্রাস খুন ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের আগামীর কর্নধার জননেতা হারুন আর রশিদ হারুন ভায়ের নেতৃত্বে চাঁদাবাজি- সন্ত্রাসসহ সকল অপকর্ম প্রতিরোধে বালিয়াকান্দি উপজেলা যুবদল প্রস্তুত আছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো এনামুল ইসলাম, আজাদ মোল্লা কামাল মিয়া,বহরপুর ইউনিয়ন এর মহির শেখ, শাওন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ শেখ,মোমিন শেখ, ফয়সাল শেখ সহ অন্যান নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
মাদারীপুরের শিবচর উপশহরের পূর্ব দিকে ময়নাকাটা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এনায়েত শেখ (৩৫) নামে একটি লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার পৌরসভার নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে বলে জানতে পারি।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ দিন যাবত নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার রাত দশটার দিকে ময়নাকাটা নদী থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে।শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজাহার আলী(সুমন) জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানায় তিনি।ভোরের আকাশ/এসএইচ