সংগৃহীত ছবি
শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
সাদিক কায়েম লেখেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর।
তিনি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই সে স্বাধীনতার বীজ বপন হয়েছিল। যার পূর্ণতা আসে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবে।
ডাকসু ভিপি লেখেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।শুক্রবার (৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।সাদিক কায়েম লেখেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর।তিনি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই সে স্বাধীনতার বীজ বপন হয়েছিল। যার পূর্ণতা আসে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবে।ডাকসু ভিপি লেখেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।ভোরের আকাশ/তা.কা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান।শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের হালনাগাদ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এতে তিনটি কোর্সের নাম পরিবর্তন করা হয়েছে।সংশোধিত কোর্সগুলোর নতুন শিরোনাম যথাক্রমে- সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল, শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা। তবে, অন্যান্য কোর্সের কোড, শিরোনাম এবং বিষয়বস্তু পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এটি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষদের অবগতির জন্য প্রেরণ করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাসে থাকা অভিন্ন বিষয়বস্তু সংবলিত তিনটি কোর্সের (কোর্স কোড: ৮১২২০৩, ৮১২২০৭ ও ৮২২২৬১) কেবল শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন শুধুমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে।পূর্বে এই কোর্সগুলোর শিরোনাম ছিল যথাক্রমে ৮১২২০৩: শিখন-শেখানো দক্ষতা ও কৌশল; ৮১২২০৭: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ৮২২২৬১: একীভূত শিক্ষা।ভোরের আকাশ/তা.কা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল এর জন্য এক হাজার পাঁচশত টাকা এবং পিএইচডি এর জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ আগামী ৫ নভেম্বর।উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৬।ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ