ছবি: সংগৃহীত
গাজামুখী অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ মন্তব্য করেন।
পোস্টে তারেক রহমান বলেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
গাজামুখী অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (৩ অক্টোবর) রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ মন্তব্য করেন।পোস্টে তারেক রহমান বলেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।ভোরের আকাশ/এসএইচ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য ফেসবুকে প্রকাশ করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।এনসিপি জানায়, দলটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর থেকেই ইসির সঙ্গে নিয়মিত বৈঠক ও আলোচনা চালিয়ে আসছে। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী প্রতীক তালিকায় নতুন প্রতীক অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় এনসিপি শুরু থেকেই অংশ নেয়। দলটির দাবি, ইসির সঙ্গে আলোচনায় শাপলা প্রতীক তালিকাভুক্ত হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছিল।২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন করার সময় শাপলা প্রতীক সংরক্ষণের অনুরোধ জানায়। এরপর দেশজুড়ে কর্মসূচিতে শাপলা প্রতীক জনপ্রিয়তা লাভ করে বলে দাবি দলটির। কিন্তু জুলাইয়ে গণমাধ্যম সূত্রে তারা জানতে পারে, জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।এ বিষয়ে এনসিপির ব্যাখ্যা, শাপলা জাতীয় প্রতীকের একটি উপাদান মাত্র, পুরো প্রতীক নয়। ধানের শীষ ও তারার মতো অন্যান্য উপাদান ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আইনগতভাবে শাপলা প্রতীক বরাদ্দে কোনো বাধা নেই। দলটির অভিযোগ, ইসি শাপলা প্রতীকের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে এবং একরোখা অবস্থান নিয়েছে।এনসিপি আরও জানায়, ইসির বৈঠকে ডিজিএফআইসহ কিছু প্রতিষ্ঠানের লোগোতে শাপলা ব্যবহারের অজুহাত দেখানো হলেও, অতীতে অন্য প্রতিষ্ঠানের লোগো থাকা প্রতীক রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে শাপলা বরাদ্দ না দেওয়া বৈষম্যমূলক সিদ্ধান্ত।দলটির দাবি, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের চাপেই ইসি শাপলা প্রতীক এড়াচ্ছে। এর মাধ্যমে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে না।সর্বশেষে এনসিপি আশা প্রকাশ করেছে, ইসি নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী এনে তাদের অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।ভোরের আকাশ//হ.র
ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ও সাহিত্য-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ব্যক্তিজীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সাহিত্য-সংস্কৃতি বিকাশসহ নানা সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সব সময় প্রেরণা জুগিয়ে যাবে।তিনি আরও বলেন, আমি আহমদ রফিকের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক আহমদ রফিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।ভোরের আকাশ/এসএইচ
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে’ আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল শুরু হয়। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মসজিদের উত্তর পাদদেশে।মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এর বাইরে মিছিলে প্রায় হাজারও মুসুল্লি অংশ নেন।এদিকে জামায়াতের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।ভোরের আকাশ/এসএইচ