মা পদক পাচ্ছেন ডলি জহুর

মা পদক পাচ্ছেন ডলি জহুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ দিন আগে

আপডেট : ১ দিন আগে

মা পদক পাচ্ছেন ডলি জহুর

মা পদক পাচ্ছেন ডলি জহুর

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মা পদকে ভূষিত হবেন দেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর একটি ভেন্যুতে আগামী ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষে প্রদান করা হবে ‘মা পদক ২০২৫’। দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এক জীবনে নানা রকম স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি পেতে যাচ্ছেন মা পদক।

ডলি জহুর বলেন, যখন যে কাজটি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি অভিনয় করে। অভিনয় ছাড়া আর কিছু পারি না, এখনো অভিনয় করতে ভালো লাগে। যদিও আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটা এই মুহূর্তে ভালো নেই। কিন্তু তারপরও আমি আজীবন অভিনয় করে যেতে চাই।

ডলি জহুর আরও বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এ পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হচ্ছে। এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্য এ পদক পেয়েছেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

অন্য এক তিশা

অন্য এক তিশা

ঈদুল আজহায় মুক্তি পাবে সাত সিনেমা

ঈদুল আজহায় মুক্তি পাবে সাত সিনেমা

আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’

আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’

দেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের ছবি

দেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের ছবি

মন্তব্য করুন