বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ১২:৩৫ পিএম
আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’
করোনা মহামারিতে যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল। সবাই হয়ে পড়েছিল ঘরবন্দী। বদলে গিয়েছিল সবার জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘জয়া আর শারমিন’। শুটিংও হয়েছে করোনার সময়ে। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি আগামী মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
নির্মাতা পিপলু আর খান জানান, কিছু গল্প থিতু হতে সময় নেয়। মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। জয়া আর শারমিন ঠিক তেমনি এক সম্পর্কের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান জয়া আর শারমিন।
তিনি আরও জানান, পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, তখনই শুরু হয়েছিল জয়া আর শারমিন সিনেমার যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমা অবশেষে বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।
জয়া আহসান বলেন, এখানে একটা সময়কে তুলে ধরা হয়েছে। একটা সময়ে দুজন মানুষ পেছন ফিরে দেখতে চায়। দুজনে কোভিডের সময়ে একটি বাড়িতে আটকা পড়ে নিজেদের মধ্যে তৈরি করে নেয় নিজস্ব ছোট্ট জগৎ।
আমাদের দেশে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা হাতে গোনা। এখনো নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস দেখান না অনেকে। সেখানে জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। যৌথভাবে ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।
জয়া আহসান ছাড়া আরও এতে আরও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তটিনী প্রমুখ।
ভোরের আকাশ/এসআই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১ দিন আগে
আপডেট : ১ দিন আগে
আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’
করোনা মহামারিতে যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল। সবাই হয়ে পড়েছিল ঘরবন্দী। বদলে গিয়েছিল সবার জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘জয়া আর শারমিন’। শুটিংও হয়েছে করোনার সময়ে। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি আগামী মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
নির্মাতা পিপলু আর খান জানান, কিছু গল্প থিতু হতে সময় নেয়। মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। জয়া আর শারমিন ঠিক তেমনি এক সম্পর্কের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান জয়া আর শারমিন।
তিনি আরও জানান, পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, তখনই শুরু হয়েছিল জয়া আর শারমিন সিনেমার যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমা অবশেষে বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।
জয়া আহসান বলেন, এখানে একটা সময়কে তুলে ধরা হয়েছে। একটা সময়ে দুজন মানুষ পেছন ফিরে দেখতে চায়। দুজনে কোভিডের সময়ে একটি বাড়িতে আটকা পড়ে নিজেদের মধ্যে তৈরি করে নেয় নিজস্ব ছোট্ট জগৎ।
আমাদের দেশে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা হাতে গোনা। এখনো নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস দেখান না অনেকে। সেখানে জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। যৌথভাবে ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।
জয়া আহসান ছাড়া আরও এতে আরও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তটিনী প্রমুখ।
ভোরের আকাশ/এসআই