আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫ ১২:০০ এএম
যুদ্ধবিরতি হলেও পাকিস্তানে সিন্ধুর পানি দেবে না ভারত
পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি হলেও সিন্ধু নদ চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছে ভারত। দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
চারদিন ধরে চলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার সন্ধ্যা ৫টা থেকে দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিন্ধুর পানি সরবরাহ বন্ধ রাখা, সীমান্তে কড়াকড়ি এবং ভিসা প্রদান স্থগিতসহ অন্যান্য কৌশলগত পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানের মিলিটারি অপারেশনস প্রধান প্রথমে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা পাকিস্তানের তিনটি বড় মিসাইল হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে, যার ফলে দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
যুদ্ধবিরতির প্রথম ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ভারত জানায়, এ সিদ্ধান্ত এসেছে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পূর্ণ সামরিক সংঘাতে রূপ নেয়। এর জেরে ভারত একতরফাভাবে ৬০ বছরের পুরোনো সিন্ধু নদ চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে।
নয়াদিল্লি সূত্র জানায়, কাশ্মিরে নতুন জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ রুদ্ধ করা হচ্ছে এবং বন্ধ থাকা আরও ছয়টি প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধের ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিলেও ভারত জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি শুধুমাত্র সামরিক পর্যায়ে—সিন্ধুর পানি ইস্যুতে অবস্থান পরিবর্তন হবে না।
ভোরের আকাশ//হ.র