ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘন্টা আগে

আপডেট : ১ ঘন্টা আগে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ধর্ষকদেরকে নরপশু আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেছেন তিনি। 

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা।

পোস্টে আইন উপদেষ্টা আরো লিখেছেন, এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং বন্দি আছে (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে।

পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি। তারা অল্প কয়েক দিনের মধ্যে চার্জশিট দেবেন বলেছেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।

তিনি আরো লেখেন, অন্যদিকে মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি, এর ব্যত্যয় হবে না।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

কর্মীদের জীবন নিয়ে উদাসীন কর্তৃপক্ষ

কর্মীদের জীবন নিয়ে উদাসীন কর্তৃপক্ষ

হাসিনাকে ‌‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদী

হাসিনাকে ‌‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদী

মন্তব্য করুন