খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
সোমবার (২১ জুলাই) রাত ৯টায় রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় গুলশানের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিভিন্ন সময় দেশি-বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।সোমবার (২১ জুলাই) রাত ৯টায় রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় গুলশানের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিভিন্ন সময় দেশি-বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।ভোরের আকাশ//হ.র
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে (সবশেষ তথ্য মতে) এবং এ ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন।সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।এ মর্মান্তিক ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।আজ সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।ভোরের আকাশ/জাআ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার দুদিনের সব প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার (২১ জুলাই) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।বার্তায় জানানো হয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আজ ও আগামীকালকের সব প্রোগ্রাম স্থগিত। ইতোমধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এ ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন। এর আগে বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।ভোরের আকাশ/জাআ
এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি হোক, বাঙ্গালী হোক; প্রত্যেকটি জনগোষ্ঠিই বঞ্চিত। এখানে উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙ্গালী, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিনাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।এসময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অন্যান্য বক্তারা দূর্নীত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপি‘র পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।তারা বলেন, সংখ্যায় যে যত বেশি কিংবা কমই হোক; নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রাখতে হবে।দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে।এদিকে পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। এরআগে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান। পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে ফেনীতে। সেখানেও কর্মসূচি রয়েছে সংগঠনটির।কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদেরও নিরাপত্তার দায়িত্বে দেখা যায়।ভোরের আকাশ/জাআ