সংগৃহীত ছবি
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিং করবে লিটন দাসের দল।
৭ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরতে চায় সফরকারীরা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ নাঈম। তাদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৩ জুলাই) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টিকিট বিক্রি অনলাইনের মাধ্যমে করা হবে।টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৫০০ টাকা পর্যন্ত থাকবে। সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে, যেখানে টিকিটের দাম ৩০০ টাকা। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে খেলা দেখতে হলে ম্যাচ প্রতি ৩,৫০০ টাকা খরচ করতে হবে।বিসিবি থেকে প্রকাশিত টিকিটের মূল্য তালিকা:ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকাশহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকানর্দার্ন গ্যালারি: ৪০০ টাকাক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকাক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকাইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক): ১৫০০ টাকাইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক): ১৫০০ টাকাগ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকাইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকাক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।ভোরের আকাশ//হ.র
টানা পরাজয়ের শঙ্কা কাটিয়ে সিরিজে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় পৌঁছেছে টাইগাররা। লিটন দাসের ফিফটি ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং ছিল ম্যাচের মূল ভিত্তি।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। মাত্র ৭ রানে দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। প্রথমে তাওহীদ হৃদয়ের সঙ্গে এবং পরে শামীম হোসেনের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ দুটি জুটি।লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কা। অপরদিকে শামীম হোসেন ২৭ বলে ঝড়ো ৪৮ রান করেন, যাতে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৭ রান ৭ উইকেটে।১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রানআউট হন শামীম হোসেনের দুর্দান্ত থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।শুরুতেই পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে লঙ্কানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। তিনি মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাশাপাশি শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।ম্যাচসারাংশ:বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)লিটন দাস ৭৬ (৫০), শামীম হোসেন ৪৮ (২৭), তাওহীদ হৃদয় ৩১ (২৫)বিনুরা ফার্নান্দো ৩/৩১শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)নিশাঙ্কা ৩২, শানাকা ২০রিশাদ হোসেন ৩/১৮, শরীফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১ফল: বাংলাদেশ জয়ী ৮৩ রানেভোরের আকাশ//হ.র
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিং করবে লিটন দাসের দল। ৭ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরতে চায় সফরকারীরা।এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ নাঈম। তাদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান।শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।ভোরের আকাশ/আজাসা
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এসব বিষয় নির্ধারণের লক্ষ্যে আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী সভা অনুষ্ঠিত হবে ঢাকায়—ভারত অংশ না নিলেও সভা বাংলাদেশেই আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন,“আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। আশা করছি, সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত থাকবেন।”তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিনিধি এই সভায় অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে মিঠু বলেন,“বিসিসিআই প্রতিনিধি আসবেন কি না, সেটি পুরোপুরি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা অবশ্যই তাদের অংশগ্রহণ আশা করছি। তবে তারা যদি সরাসরি না আসেন, তাহলে ভার্চুয়ালি সভায় যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য রাখা হয়েছে।”এর আগে, ভারত বাংলাদেশে এসিসির সভা আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল। তবে শেষ পর্যন্ত ভারতীয় প্রতিনিধি উপস্থিত থাকুক বা না থাকুক, সভা ঢাকাতেই আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে এসিসি।উল্লেখ্য, এশিয়া কাপ আয়োজন, সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্বসহ নানা বিষয়ে এই নির্বাহী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।কালের সমাজ//হ.র