কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই কিশোরকে মানব পাচারের হাত থেকে উদ্ধার এবং সিএনজিযোগে অবৈধ মদ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়, যদিও নূর হাসান নামে আরেক পাচারকারী পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোররা হলো- কক্সবাজার লালদিঘিরপাড় এলাকার মাহিম (১৫) ও সোহেল (১৬)। আটক পাচারকারীর নাম রাসেদ (১৮), তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।অপরদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজিতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় কুকুর “মেঘলা”র সহায়তায় সিএনজি থেকে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফিরোজ আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মানব ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জাতীয় নিরাপত্তার ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”ভোরের আকাশ/মো.আ.