ছবি: ভোরের আকাশ
নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, ক্রমবর্ধমান যানজট এবং নাগরিক ভোগান্তি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ ও সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ নেতৃবৃন্দরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে এনসিপি নেতারা শহরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশাসকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সভায় তাঁরা শহরজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রশাসক এনসিপি নেতাদের উদ্বেগকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং জানান, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আজ থেকেই দ্বিগুণ করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রচারণা, লিফলেট বিতরণ, এবং ডোর-টু-ডোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগই এখন সময়ের দাবি। শুধু ওষুধ ছিটালেই হবে না, মানুষকে সচেতন হতে হবে, নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।”
এছাড়া শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা সম্পর্কেও আলোচনা হয়। নাসিক প্রশাসক জানান, যানজট নিরসনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে, যার সুফল অচিরেই নাগরিকরা দেখতে পাবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, নাগরিক সমাজ ও স্থানীয় সংগঠনগুলো একসাথে কাজ করলে শহরকে আরও বাসযোগ্য ও সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে।
নেতৃবৃন্দ জানান, “আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য গুরুত্বের সাথে নেয়ার জন্য। এখন চাই বাস্তব পদক্ষেপ ও দ্রুত বাস্তবায়ন।” তাঁরা নাগরিকদেরও আহ্বান জানান, প্রশাসনের পাশাপাশি নিজের এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক শওকত আলী, এবং কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।সোমবার (৬ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রোববার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করে বাহিনী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বগুড়ার শিবগঞ্জে এক নাটকীয় ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (বদর উদ্দিন বদরের ছেলে)। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের নারী-পুরুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখে-মুখে কাদা ছুড়ে ও ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।পুলিশ পরে সাঁড়াশি অভিযান শুরু করলে গ্রামটি প্রায় নারী-পুরুষশূন্য হয়ে পড়ে। এ অভিযানে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।”এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ভোরের আকাশ/জাআ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী মৌমিতা পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীদের দুজন রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোজাম্মেল হক নিহত হন।দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া গণধোলাইয়ের শিকার আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি মৌমিতা বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাসটি জব্দ করা হয়েছে।”ভোরের আকাশ/জাআ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম শরিফা আক্তার (২৮)। তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে।এ সময় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় শোকের ছায়া নেমে আসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্ত্রী শরিফা আদালতে একটি মামলা করেন। সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন উভয়পক্ষ। শুনানির আগে আদালত প্রাঙ্গণে স্ত্রী শরিফা অবস্থান করছিলেন। এ সময় স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আখতার হোসেন পিছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শরিফা আক্তারের মৃত্যু হয়। নিহত শরিফা আক্তারের আরবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’ভোরের আকাশ/জাআ