ছবি: ভোরের আকাশ
দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ একচেটিয়া দখলদারিত্ব বাতিলের দাবিতে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত এক ঘন্টাব্যাপী ফুলবাড়ী ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিশোধ ব্যানারে।
বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ দিয়েছে। এই অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।
বক্তার অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন পদে অবৈধ নিয়োগ দিয়েছেন। এতে বিভিন্ন জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। নিয়োগ প্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তারা পেশাদার সেবা দিতে অক্ষম।
অবিলম্বে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ করার জোর দাবি জানান তারা। বক্তারা হুশিয়ার দেন, কথিত ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের এবং তার নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা না হলে গ্রাহকেরা ধীরে ধীরে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের লকারে থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১০ কেজি গাঁজাসহ শাহিন আলম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শাহিন আলম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরবি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি মহেশপুরের ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসের সামনে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের লকারে রাখা প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত শাহিন আলম নামের কারবারিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিমজ্জিত হয়ে পড়েছে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমির বিভিন্ন ফসল। এছাড়াও ১০টি পয়েন্টে তীব্র হয়েছে নদী-নদীর ভাঙ্গন। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীন সড়ক।অপর দিকে রোববার রাত থেকে সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙ্গনের কবলে পড়া অন্তত: ৫০টি বসত বাড়ি সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ভাঙ্গনের হুমকীতে রয়েছে আরও শত শত পরিবার। একই পরিস্থিতি ভাঙ্গন কবলিত অন্যান্য পয়েন্টেরও। এ অবস্থা চলতে থাকলেও ভাঙ্গনরোধে কোন পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেও ভাঙ্গনরোধে কোন সমাধান পাননি তারা। এ কারনে ঘর-বাড়ি হারিয়ে নি:স্ব হয়ে পড়ছেন তারা।সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার লেবু মিয়া বলেন, একদিনে দুধকুমারের ভাঙনে গ্রামের ৫০টি পরিবার হারিয়েছে তাদের বসতবাড়ি। এখনো হুমকিতে অসংখ্য পরিবার। এখানে ভাঙন রোধের দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ক্ষতি হবে এই এলাকার।সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, একদিনে পানি বৃদ্ধিতে আমার দুই বিঘা জমির আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। যদি পানি তারাতাড়ি নেমে যায় তাহলে ক্ষতি কম হতে পারে। আর যদি ৫-৬ দিন থাকে তাহলে সব সব নষ্ট হয়ে যাবে।আর নষ্ট হয়ে গেলে বড় ক্ষতির মুখে পড়বো আমি।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে গতরাত থেকে দুধকুমার ও ধরলার বেশ কিছু পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আগামী আরও দুই দিন এসব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।ভোরের আকাশ/জাআ
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি-” প্রতিপাদ্য নিয়ে সমমনা শিক্ষক সমিতি (সশিস), চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে বান্দরবানের তং রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সশিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী আকবর হোসেন।বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড— শিক্ষক সমাজের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব।সভাপতির বক্তব্যে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মানুষ গঠনের শিল্প।”অনুষ্ঠান শেষে নবনির্বাচিত (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বান্দরবান ভ্রমণে অংশ নেন।ভোরের আকাশ/জাআ
টঙ্গীর কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুনে জীবন উৎসর্গ করা ফায়ার ফাইটার মো. নুরুল হুদার পরিবারে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এই সন্তান। ফায়ারফাইটারের মৃত্যুর ১২ দিন পর এ সন্তানের জন্ম হলো। সন্তান পৃথিবীর আলো দেখলেও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাবাকে কখনোই দেখা হবে না নবাগত শিশুর। ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতোমধ্যে হাসপাতালে নবাগত সন্তানকে দেখতে এসেছেন বলে জানান পরিবারের সদস্যরা। গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাঁকে। দীর্ঘ লড়াইয়ের পর ২৪ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে সেখানেই মৃত্যুবরণ করেন এই অগ্নিযোদ্ধা।নূরুল হুদার জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরিতে যোগ দেন ফায়ারফাইটার হিসেবে। নতুন সদ্যোজাত পুত্র সন্তান ছাড়াও নুরুল হুদার ১০ বছরের একটি কন্যা ও তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ