ছবি: ভোরের আকাশ
ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার আসামী মো. রাজন মোল্লাকে (২৯) কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর তারিখ ভোর ৪ট ৪০ মিনিটে সালথা উপজেলার গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে।
আটককৃত রাজন মোল্লা সালথা থানা পুলিশের হেফাজতে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
নওগাঁর পোরশায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজিবর রহমান (৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মজিবর রহমান উপজেলার মর্শিদপুর ইউনিয়নের গোরখাই গ্রামের মৃত ধলা মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান গতকাল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে বাড়ির পাশে ঘোলাকুড়ি এলাকার একটি গাছের ডালে তার মরদেহ ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/মো.আ.
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় ৮০০ কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়েছে।রবি ২০২৫-২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার বীজ বিতরণ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই সার ও বীজ কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, বিনামূল্যে ৩৫০ জন বোরো উফশী বীজ ও রাসায়নিক সার এবং ৪৫০ জন হাইব্রিড বীজ বিতরন করা হয়। এর মধ্যে একজন কৃষক ৫কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার পাবেন। এছাড়াও হাইব্রিড এর ক্ষেত্রে ২কেজি বীজ পাবেন।উপজেলা কৃষি অফিসার শামীম আহমদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।এসময় কৃষি অফিসের অন্যান্য উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
কক্সবাজার টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।গোয়েন্দা সূত্র ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি মানব পাচার চক্র সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় আটকে রেখেছে।এ তথ্যের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা ৭ জনকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেকটি গোপন আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল চক্রটি। পাচারের আগে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হতো।উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।ভোরের আকাশ/মো.আ.
বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।বার্তায় বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ঢাকা জেলার কেরানীগঞ্জে উপজেলার হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন সোমবার উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।ভোরের আকাশ/এসএইচ