দেশের একের পর এক অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। বদলে যাচ্ছে অপরাধের ধরন ও বীভৎসতা। ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষের শরীরের জামা-কাপড়ও। রাজধানীর শ্যামলীতে ঘটে গেছে এক চরম নৃশংস ও চমকে দেওয়ার মতো এমন ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা শুধু টাকা-পয়সা বা ব্যাগই নয়, ভুক্তভোগীর গায়ের জামা ও পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও ফুটেজ এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।শনিবার (১২ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে এমন ঘটনা ঘটে। তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি ঘটায়। আজ শেরে বাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবকের নাম শিমিয়ন (২৭)। তিনি একমি ল্যাবলেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করেন। শ্যামলী দুই নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন। শুক্রবার সকালে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।ওসি ইমাউল হক বলেন, ‘তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার জামা ও জুতা ছিনিয়ে নেয়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’এদিকে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুই জন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়। তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলিয়ে নেয়। ছিনতাই শেষে তিন জন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে- রাজধানীর ব্যস্ত এলাকায় এভাবে একজন মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া, এমনকি জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা? এটি রাজধানীর আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি দাবি করলেও ছিনতাইকারীরা যেন দিনে-দুপুরেও বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে।ওসি ইমাউল হক আরও বলেন, ‘এই ঘটনার ভুক্তভোগী শিমিয়ন শনিবার সন্ধ্যায় থানায় এসে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।’ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ১০:৫৫ এএম
সেনাবাহিনীর হাতে মোবাইল ছিনতাইকারী আটক
সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের এক যাত্রীর হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাহিরের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা চিহ্নিত ছিনতাইকারী ওই যাত্রীর স্মার্টফোন ছিনিয়ে নেয়।অভিযুক্ত ছিনতাইকারীর নাম মো. জুয়েল মিয়া (২৫)। সে ভৈরব শহরের কালিপুর উত্তরপাড়ার মৃত হবি মিয়ার ছেলে এবং ভুক্তভোগী যাত্রীর নাম আতিকুর রহমান।গতকাল সোমবার (৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শহরের মনমরা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই ভুক্তভোগী যাত্রী আতিকুর রহমান ভৈরব সেনা ক্যাম্পে যোগাযোগ করে সেনাবাহিনীকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহলটিম সাড়াশি অভিযানে নামে এবং এক ঘন্টার মধ্যেই মনমরা ব্রীজ এলাকা থেকে ওই চিহ্নিত ছিনতাইকারী জুয়েল মিয়াকে আটক করে।এসময় ভৈরব থানা পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। পরে আটককৃতকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সেনাবাহিনী।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি রেলওয়ে থানার আওতায় ঘটেছে। তাই রেলওয়ে ওসিকে ব্যবস্থা নিতে হবে। যদি না নেন, তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠাব।ভোরের আকাশ/জাআ
রাজধানীর ধানমন্ডিতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তার নাম রিনা ত্রিপুরা (২০)। নর্থ সার্কুলার রোডের মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তিনি।আহত রিনা ত্রিপিরার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তার বোন রিনা ত্রিপুরা ধানমন্ডি মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। গত বছর এই কলেজ থেকেই সে এইচএসসি পরীক্ষা দিয়েছেল। তবে পরীক্ষার আইসিটিতে ফেল করেছিল। আগামী ৭ জুলাই শুধু আইসিটি পরীক্ষা দেওয়ার কথা। এই কারণে দেশের বাড়ি বান্দরবান থানচি উপজেলা থেকে বাসযোগে ভোরে কলাবাগানে নামে। সেখান থেকে রিকশাযোগে কলেজের ছাত্রীনিবাসের সামনে আসলে কয়েকজন ছিনতাইকারী তার রিকশাটি গতিরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুইটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল। খবর রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে। তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।ভোরের আকাশ/এসএইচ
০৩ জুলাই ২০২৫ ০৪:২৫ এএম
দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার
রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’আরেক প্রশ্নের জবাবে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’ভোরের আকাশ/এসএইচ
০১ জুলাই ২০২৫ ০৯:৩৪ এএম
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে লোকজন।শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।ভোরের আকাশ/এসএইচ