রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০২:৫৩ এএম
রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এক জরুরি বৈঠকে এ নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এফ নজরুল ইসলাম পূর্ব থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে প্রধান নির্বাচন কমিশনার করার পর শূন্য পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন পদত্যাগ করেন।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট অধ্যাপক মো. আমজাদ হোসেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।
ভোরের আকাশ/এসএইচ