সাবেক হুইপ-এমপিসহ আ.লীগ নেতার জামিন না মঞ্জুর
গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির ও পৌর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক খান জামিন না মঞ্জুরমো. সাঈদ হাসান জসিমের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) বিকেলে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে বিকাল ৩টার দিকে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামী পক্ষের জামিনের আবেদনের শুনানি গ্রহণ করেন। এ সময় পুলিশ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন বিচারক।
আদালত সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সদস্য সচিব বায়োজিদ বোস্তাবি জীমকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২২ মে গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরসহ ৮৫ জনের নাম উল্লেখসহ এতে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামী করে জীম নিজেই বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। ওই মামলায় জসিমকে সন্দেহ ভাজন হিসাবে গ্রেফতার করে পুলিশ।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড. পিষুজ কান্তি পাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় শুনানির দিন ধার্য্য ছিল আজ। আমরা জামিনের আবেদন দিয়েছিলাম বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, সাবেক এমপি শাহ সারোয়ার কবীর পূর্ব থেকেই ডিভিশনের আসামী ছিলেন। কিন্তু তাকে কারাগারে সে ভাবে না রেখে একটি নির্জন সেলে বন্দি রাখা হয়েছিলো। এ ব্যাপারে আদালতে আবেদন করা হলে কারা বিধি মোতাবেক প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত করা হয় কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরে অবস্থিত সুর ছন্দ সংগীত একাডেমির আয়োজনে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এতে বরিশাল বেতারের সংগীত শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীত পরিচালনা করেন, সংগীত শিক্ষক বনানী হালদার।ছবি: ভোরের আকাশএ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সুর ছন্দ সংগীত একাডেমির সভাপতি আশুতোষ মিস্ত্রি, সম্পাদক শ্যামল হালদার, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।ভোরের আকাশ/তা.কা
পিরোজপুরে টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস গণ যোগাযোগ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের আর্থিক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফায়জুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরীক্ষিত চৌধুরী।এসময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, টাইফয়েড একটি সংক্রামক রোগ। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভোরের আকাশ/তা.কা
চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইছামতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম ইয়াছিন (১৪)। সে একই এলাকার আবুল কালাম আজাদ ও বাবলী আক্তারের ছেলে এবং খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইয়াছিন মাদ্রাসায় না যাওয়ার জন্য মায়ের সাথে জোরাজুরি করে। পরে মা জোর করে মাদ্রাসায় দিয়ে আসলে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার সকালে খালে তার লাশ ভেসে ওঠে।খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/তা.কা
বাগেরহাটের চিতলমারী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার আয়োজনে সহস্রাধিক নেতাকর্মী এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। মিছিলটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু করে চিতলমারী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোল্লা মুজিবর রহমান শামীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট ১ আসন সংসদ সদস্য প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আবুল কালাম কাজীসহ উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মী। বক্তব্যরা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরনের ব্যর্থ।জনগণের ভোটাধিকার নিশ্চিত করা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার অপরিহার্য। সেই লক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে। তারা দাবি করেন জনগণের স্বার্থে পিআর পদ্ধতি নির্বাচন চালু করা এখন সময়ে দাবি। এছাড়াও বক্তব্যে আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।দেশের মানুষকে প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য তারা সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের প্রতি ইসলামী আন্দোলনে দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ভোরের আদাশ/তা.কা