সংগৃহীত ছবি
আগে থেকেই চোটগ্রস্ত লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার স্কোয়াড। এবার নতুন করে তারা বিভিন্ন মেয়াদে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে হারাচ্ছে। দুজনেই গত বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে চোট পান। নিশ্চিতভাবে তারা মিস করবেন পিএসজির বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
গতকাল (শুক্রবার) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কাতালানরা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে। হুয়ান গার্সিয়া চোট পেয়েছেন বাঁ হাঁটুর মেনিস্কাসে। শনিবার তার অস্ত্রোপচার করা হবে। যার কারণে এই গোলরক্ষককে মাঠের থাকতে হবে অন্তত চার থেকে ছয় সপ্তাহ। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, গতকাল অনুশীলনের সময় তিনি চোট পান।
ব্রাজিল তারকা রাফিনিয়া গত মৌসুমে বার্সেলোনার লা লিগা এবং কোপা দেল রের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পায়ে আঘাত পান ওবেইদোর বিপক্ষে ম্যাচ চলাকালে। তাকে উঠিয়ে পরে বদলি হিসেবে নামানো হয় রবার্ট লেভান্ডফস্কিকে। এরপরই এই পোলিশ তারকা দারুণ এক হেডে গোল করেছেন। তবে রাফিনিয়াকে আসন্ন ম্যাচগুলোয় না পাওয়া হ্যান্সি ফ্লিকের জন্য বড় ধাক্কাই বটে। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদ এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে।
চলতি মৌসুমেই এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গার্সিয়া। বয়স্ক ও অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে তিনিই এখন প্রায় ম্যাচে প্রথম একাদশে নামছেন। গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব সামলাতে পারেন ভয়চেক সিজনি। আরেক গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এ ছাড়া সম্প্রতি ইনজুরিতে ছিটকে যান মিডফিল্ডার গাভি পায়েজ এবং ফার্মিন লোপেজ। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন রাফিনিয়া-গার্সিয়া।
এদিকে, কাতালানদের এত দুঃসংবাদের ভীড়ে অবশ্য ভালো খবরও আছে। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগেই চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। পরবর্তী ম্যাচেই তাদের একাদশে দেখা যেতে পারে। যা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে ফ্লিকের মনে!
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
এশিয়া কাপ ক্রিকেটে দারুণ সুযোগ থাকার পরও পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। তবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের যুবাদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।দারুণ দাপটের সঙ্গেই ফাইনালে উঠেছে লাল-সবুজের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ছয়বারের চ্যাম্পিয়ন ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়লাভ করে এবং সেমিফাইনালে ভুটানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলে এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের বিরাট সুযোগ আছে। ভারতের শক্তির প্রশংসা করলেও তিনি প্রতিপক্ষের দুর্বলতাও চিহ্নিত করেন।ছোটন জানান, ভারত হাই লাইন অ্যাটাক করলে তাদের ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হয়, যেটি কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমরা ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছি। সমর্থকরা আমাদের সাপোর্ট করেছেন, আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামবো। ভারত শক্তিশালী দল হলেও আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।টানা দুইবারের ব্যর্থতার পর আজ বাংলাদেশ দলের সামনে প্রতিশোধ নেওয়ার তৃতীয় সুযোগ। দেশবাসীর চোখ এখন কলম্বোতে, ইতিহাস গড়তে পারবে কি লাল-সবুজের কিশোররা?ভোরের আকাশ/এসএইচ
আগে থেকেই চোটগ্রস্ত লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার স্কোয়াড। এবার নতুন করে তারা বিভিন্ন মেয়াদে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে হারাচ্ছে। দুজনেই গত বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে চোট পান। নিশ্চিতভাবে তারা মিস করবেন পিএসজির বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।গতকাল (শুক্রবার) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কাতালানরা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে। হুয়ান গার্সিয়া চোট পেয়েছেন বাঁ হাঁটুর মেনিস্কাসে। শনিবার তার অস্ত্রোপচার করা হবে। যার কারণে এই গোলরক্ষককে মাঠের থাকতে হবে অন্তত চার থেকে ছয় সপ্তাহ। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, গতকাল অনুশীলনের সময় তিনি চোট পান।ব্রাজিল তারকা রাফিনিয়া গত মৌসুমে বার্সেলোনার লা লিগা এবং কোপা দেল রের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পায়ে আঘাত পান ওবেইদোর বিপক্ষে ম্যাচ চলাকালে। তাকে উঠিয়ে পরে বদলি হিসেবে নামানো হয় রবার্ট লেভান্ডফস্কিকে। এরপরই এই পোলিশ তারকা দারুণ এক হেডে গোল করেছেন। তবে রাফিনিয়াকে আসন্ন ম্যাচগুলোয় না পাওয়া হ্যান্সি ফ্লিকের জন্য বড় ধাক্কাই বটে। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদ এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে।চলতি মৌসুমেই এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গার্সিয়া। বয়স্ক ও অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে তিনিই এখন প্রায় ম্যাচে প্রথম একাদশে নামছেন। গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব সামলাতে পারেন ভয়চেক সিজনি। আরেক গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এ ছাড়া সম্প্রতি ইনজুরিতে ছিটকে যান মিডফিল্ডার গাভি পায়েজ এবং ফার্মিন লোপেজ। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন রাফিনিয়া-গার্সিয়া।এদিকে, কাতালানদের এত দুঃসংবাদের ভীড়ে অবশ্য ভালো খবরও আছে। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগেই চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। পরবর্তী ম্যাচেই তাদের একাদশে দেখা যেতে পারে। যা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে ফ্লিকের মনে!ভোরের আকাশ/তা.কা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ভোটে ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।প্রাথমিক তালিকায় বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু।প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এর একদিন আগে, বৃহস্পতিবার, কমিশন খসড়া তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।এর আগে কিছু ক্লাবকে তালিকাভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে।তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকায়ও শূন্য রাখা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়।এর আগের দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন। ভোরের আকাশ/হ.র
অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১১ রানের এই জয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দলের ১৭ ব্যাটার আউট হয়েছেন। যেখানে দুটি বাদে বাকি সব উইকেটই পড়েছে তালুবন্দী হয়ে।এক ম্যাচে ১৫ ব্যাটারের ক্যাচ আউট হওয়া কি কোনো রেকর্ড? রেকর্ডের তালিকায় থাকলেও, এটি কোনো শীর্ষস্থানে থাকা কোনো ঘটনা নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন দৃশ্য প্রচলিত তো বটেই, এক ম্যাচে ১৭ ব্যাটারও ক্যাচ আউটের নজির রয়েছে। গতকাল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১৩৫ রান করেছে পাকিস্তান। যেখানে সালমান আগার দলের ৮ ব্যাটারই ক্যাচ আউট হন। এর মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশও ব্যাটিং বিপর্যয়ের নিদারুণ দৃশ্য ফুটিয়ে তুলেছে। ফলে ২০ ওভারে তাদের স্কোরবোর্ডে ওঠে ৯ উইকেটে ১২৪ রান। ১১ রানে হারের ম্যাচটিতে বাংলাদেশের ৯ ব্যাটারের ৭ জনই ক্যাচ আউট হয়েছেন। বাকি দুজন বোল্ড হন হারিস রউফের বলে। সবমিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১৭ জনের মধ্যে ক্যাচ আউট হন ১৫ ব্যাটার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১তম ঘটনা।তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এতজন ব্যাটারের ক্যাচ আউটের ঘটনা যৌথভাবে সর্বোচ্চ। টুর্নামেন্টটিতে এর আগে সমান ১৫ ব্যাটারের ক্যাচ আউটের দৃশ্য দেখা গিয়েছিল ২০২১ সালে, বাংলাদেশ-ওমানের ম্যাচে। টি-টোয়েন্টিতে কেবল পাকিস্তান খেলেছে এমন চারটি ম্যাচেই ১৫ ব্যাটারের ক্যাচ আউটের নজির আছে।এর বাইরে চারটি ম্যাচে ১৬ এবং এক ম্যাচে সর্বোচ্চ ১৭ ব্যাটার ক্যাচ আউট হন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের একটি টি-টোয়েন্টিতে ১৯ ব্যাটার আউট হন, যার ১৭ জনই ফিল্ডারদের হাতে ক্যাচ দেন। এ ছাড়া ১২ ইনিংসে সব ব্যাটারেরই (১০) ক্যাচ আউটের নজির আছে। ফলে গতকাল পাকিস্তানের ইনিংসে ৮ জনের ক্যাচ আউটের ঘটনা তালিকায় অনেক পেছনে।ভোরের আকাশ/মো.আ.