দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ০২:৩৪ পিএম
ছবি : ভোরের আকাশ
ডাকাতি, দস্যুতা, চুরি-ছিনতাইসহ দশ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল মঙ্গলবার (৫ আগস্ট) ফেনী সদর থানাধীন বিজয় সিংহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার একটি দস্যুতার মামলায় (মামলা নং-২২, তারিখ-২০ জানুয়ারি ২০১৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মামুন বিজয় সিংহ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, সিডিএমএস (CDMS) তথ্য পর্যালোচনা করে মামুনের বিরুদ্ধে মোট দশটি মামলার তথ্য পাওয়া গেছে। এই মামলাগুলো ফেনী সদর এবং চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির অভিযোগে দায়ের করা হয়েছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত নজরুল ইসলাম মামুনকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.