জুলাই আন্দোলনকে কেন্দ্র করে পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ২৪ জন আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছে আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে আসামিরা ভার্চুয়ালি কারাগার থেকে তাদের হাজিরা দেন। সংবাদমাধ্যমকে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।ভার্চুয়ালি হাজিরা দেওয়া অন্য আসামিদের মধ্যে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন।রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল আজ।আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে। এ পরিস্থিতি বিবেচনা করে আসামিদের কারাগারে রেখেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়।ভোরের আকাশ/এসএইচ
০১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩১ পিএম
সাতকানিয়ায় পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযানে একজন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ ।সূত্র জানায়, শনিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম বারের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা (জয়ন্ত)।গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢেমশা ইউনিয়নের উত্তর ডেমসা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৬৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী আবু জাহেদ সিকদার (পিতা: নওশা মিয়া) কে গ্রেফতার করেন।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ০৪:২২ পিএম
শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩০ আগস্ট) দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে।ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ০১:০০ পিএম
শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
গাজীপুরের শ্রীপুরেপুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ পুলিশ সদস্য।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, অস্ত্র আইনের একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা মোটরসাইকেলে এসে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমণ করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম (৪০), শাফায়াত ওসমান (৩৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক খান (৩৭) শহিদুল ইসলাম (৩৮), এমদাদাদুল হক (৪৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে মুজাহিদ ওরফে সুমনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়। সুমনকে নিয়ে আসার পথে তার সহযোগীরা কয়েক দফা হামলার পর আসামিকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই এবং এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ১১:৪৫ এএম
জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক: কারা অধিদপ্তর
গত এক বছরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে, যা কারাগারগুলোকে নগদ টাকা মুক্ত করার চলমান প্রচেষ্টারই অংশ। এছাড়া জঙ্গিসহ বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক বলে জানিয়েছে কারা অধিদপ্তর।মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসব তথ্য জানান। একই সঙ্গে তিনি কারাগারের নিরাপত্তা জোরদার করতে মাদক ও মোবাইল ফোন ব্যবহার বন্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।কারা মহাপরিদর্শক জানান, আমরা মাদকের বিষয় অনেক কঠোর। মাদক মামলায় যারা গ্রেফতার তাদের কারাগারে আনার পর বিশেষ সেলে রাখা হয়। যাতে সে মাদক ছড়িয়ে দিতে না পারে। এমনও বন্দি এসেছে যার পেটে ১২০০ ইয়াবা পেয়েছি। আমরা এখনো শতভাগ সফল না, তবে আমরা উন্নতি করেছি। এছাড়া মাদকের সঙ্গে জড়িত কারারক্ষীদের চাকরিচ্যুত করার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।কারা মহাপরিদর্শক, কারাগারকে নগদ টাকামুক্ত করার উদ্যোগ নিয়েছি। গত এক বছরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এখনো অল্প অল্প ধরা পড়ছে। আগের অবস্থা থেকে উন্নতি হচ্ছে। কারাগারের রান্না করা খাবার বাসা থেকে দেওয়া বন্ধ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কারাগারে অন্তত এক হাজারের বেশি অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ছোট সাইজের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এখন অনেকটা কমেছে, তবে বন্ধ হয়েছে বলা যাবে না।পালিয়ে যাওয়া বন্দিদের বিষয়ে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২০০ জনের বেশি বন্দি পালিয়ে গিয়েছিল। পরে গ্রেফতার ও ফিরে আসেন অনেকে। এখনো ৭০০ এর বেশি বন্দি পলাতক। এরমধ্যে জঙ্গি ৯ জন এবং মৃতদণ্ড, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি ৬০ জন।তিনি আরও বলেন, এখনো ২৯টি অস্ত্র উদ্ধার হয়নি। আরও কিছু গোলা-বারুদ বাকি। ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্র ফেরত দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কাশিমপুর কারাগার থেকে আদালতে নারী বন্দিদের আনা-নেওয়ার পথে গরমসহ নানান কারণে অসুস্থ হয়ে পড়েন।এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আইজি প্রিজন বলেন, কেরানীগঞ্জে আরও একটি কারাগার প্রতিস্থাপন করার কাজ চলমান। এর মাধ্যমে নারী বন্দিদের এই সমস্যা সমাধান করতে পারবো। পাশাপাশি আমাদের বিশেষ কারাগারেও একটি সেলকে নারী বন্দিদের জন্য খোলা হবে। যাতে নারী বন্দিদের যাতায়াতে সমস্যা সমাধান হয়।বন্দিদের ল্যান্ডফোনে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রতি সপ্তাহে একবার ৫ মিনিটের জন্য কথা বলার ব্যবস্থা থাকলেও এর অপব্যবহার হচ্ছে। এ সমস্যা সমাধানে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হচ্ছে, যা কেরানীগঞ্জ কারাগার থেকে শুরু হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সন্দেহজনক কথোপকথন শনাক্ত করারও পরিকল্পনা রয়েছে।আরেক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারগুলোতে ধীরে ধীরে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম চালুর চেষ্টা চলছে। প্রথমে স্পেশাল জেল ও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এটি প্রতিস্থাপনের প্রক্রিয়া পাইপলাইনে।কারাগারে কতজন রাজবন্দি আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে রাজনৈতিক বা ভিআইপি বন্দি বলে কিছু নেই। এখানে রাজনৈতিক কোনো মামলা নেই। কারাগারে যারা আছেন তারা মারামারি, গণহত্যা, হত্যা মামলার আসামি। আমার জায়গা থেকে রাজনৈতিক আইডেন্টিফিকেশন দিয়ে আলাদা করার কোনো সুযোগ নেই। আমরা মামলার গুরুত্ব বা ধারা অনুসারে আলাদা করছি। কারাগারে ভিআইপি বন্দি বলে কিছু নেই। এটা হচ্ছে ডিভিশনপ্রাপ্ত বন্দি। বর্তমানে ডিভিশনপ্রাপ্ত বন্দি আছেন ১৬৩ জন। এছাড়া ডিভিশন আবেদন করে পাননি এমন বন্দি আছেন ২৮ জন।সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারে খাবারের মান উন্নত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন খাবারের পরিমাণ নিয়ে তেমন অভিযোগ নেই, তবে রান্নার মান নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে, কারণ বন্দিরাই রান্না করেন। বন্দিরে জন্য প্রোটিনের পরিমাণও বাড়ানো হচ্ছে।কারাগারে চিকিৎসার অপ্রতুলতা নিয়ে আইজি প্রিজন বলেন, কারা অধিদপ্তরে ১৪১ জন তালিকাভুক্ত ডাক্তারের মধ্যে মাত্র দুজন কর্মরত। এছাড়া ১০৩ জন সিভিল সার্জন রয়েছেন। কিন্তু সংখ্যাটা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ
২৬ আগস্ট ২০২৫ ০৬:৪৯ পিএম
গোবিন্দগঞ্জে জামায়াত নেতা হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামি রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ (১৬) গোবিন্দগঞ্জের শীতল গ্রামের সামিউল ইসলামের ছেলে। সে হরিপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত।সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ওসি বুলবুল ইসলাম এসব তথ্য জানান।তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে।ওসি জানান, নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল রিফাত। তার ১১০০ টাকা দোকানে বাকি ছিল। দেড় মাস আগে রিফাতসহ কয়েকজন নজরুলের দোকান চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে। সেই বিরোধের জের ধরেই গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।ওসি আরও জানান, আসামি রিফাতকে শিশু আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য আবেদন করা হবে।এর আগে রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।এ ঘটনায় নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।ভোরের আকাশ/মো.আ.
১৯ আগস্ট ২০২৫ ০৩:১০ পিএম
ভালুকায় বিদেশি মদ ও অস্ত্রসহ গ্রেফতার ১
ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুরকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযানে যায় সেনাবাহিনী।এ সময় বাড়িতে তল্লাশি করে অবৈধ বিদেশি ১১৩টি বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদেশি ১১৩টি বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার নামে একটি হত্যা মামলা রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ০৩:৩৩ পিএম
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে র্যাব এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে।এর আগে গত শুক্রবার স্বাধীন নামের এক আসামিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে এবং পরে শহিদুল নামে আরেক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেফতার অভিযান চালিয়ে আসছে।ভোরের আকাশ/এসএইচ
১২ আগস্ট ২০২৫ ০১:২৭ পিএম
সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জনগণ অপরাধী আব্দুল আজিজের (৩৭) বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়। এসময় খবর পেয়ে যৌথ বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক পাচার, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা চলমান থাকলেও তিনি বিভিন্ন সময় জামিনে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এতে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি মানুষের নিরাপত্তাবোধও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে শনিবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়।পরে খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিকে নিরাপদে হেফাজতে নেয়।যৌথ বাহিনী জানায়, আইনের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে হলে বিচার প্রক্রিয়া আদালতের মাধ্যমে হতে হবে, জনতার হাতে নয়।" প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল আজিজকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১০ আগস্ট ২০২৫ ০১:১৬ পিএম
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন সহপাঠী ও স্বজনরা।বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন নিহতের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তারা বলেন, অনেকদিন হয়ে গেলেও এখনও দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেলকে গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সে পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিল। এ বিষয়ে সাভার মডেল থানায় জিডি করা হয়। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।ভোরের আকাশ/মো.আ.