টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ পিএম
টাঙ্গাইলের শ্যামার ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধলেশ্বরী নদীর শ্যামারঘাটে শনিবার (২৭ সেপ্টেম্বর) গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মো. মামুন সরকার, বাঘিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিয়া রিপন ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. লাভলু মিয়া।
বক্তারা বলেন, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। তার ধারাবাহিকতা বজায় রাখায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে তারা আগামীতেও এ ধরনের আয়োজন চালানোর আহ্বান জানান। এছাড়া তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। উপস্থিত দর্শকরা বক্তাদের এ কথায় উল্লাস প্রকাশ করে সম্মতি জানান।
নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়া সহ আশপাশের এলাকায় থেকে নারী-পুরুষ ও শিশু মিলিয়ে কয়েক হাজার দর্শক নদীর দুই তীরে উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত নৌকাকে পুরস্কৃত করা হয়।
ভোরের আকাশ/হ.র